ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে হাজীগঞ্জের ৮ নং হাটিলা (পূর্ব) ইউনিয়নে সামাজিক-সম্প্রীতি কমিটির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতির বক্তৃতায় ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক
সম্প্রীতির পিঠস্থান। হাজার বছর ধরে এ ভূখন্ডে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ মিলেমিশে
একত্রে বসবাস করে আসছেন।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করেছিলেন।’ তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধনের এ ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন, ইউপি সচিব মোঃ আবুল বাসার মুন্সী, ১ নং ওয়ার্ড মেম্বার মেহেদী হাসান, ৪ নং ওয়ার্ড মেম্বার নেছার আহম্মেদ, ৫ নং ওয়ার্ড মেম্বার খোরশেদ,৬ নং ওয়ার্ড মেম্বার মোঃ মানিক হোসেন,৭ নং ওয়ার্ড মেম্বার আলমগীর হোসেন, ৮ নং ওয়ার্ড মেম্বার মিজানুর রহমান ভূঁইয়া, ৯ নং ওয়ার্ড মেম্বার মোঃ আমির হোসেন মেন্তুু মজুমদার, সংরক্ষিত মহিলা সদস্য মোসাম্মৎ শিরিনা আক্তার, রেহেনা আক্তারসহ ইউনিয়নের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতা, সাংবাদিক, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্কুল, মাদরাসা ও কলেজের শিক্ষকসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।