মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
র্যাব-১১, সিপিসি-২ এর অভিযানে কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় ২০ কেজি গাঁজা ও ৩৪ বোতল বিদেশী মদসহ হাজীগঞ্জের ২ যুবককে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৪ অক্টোবর) রাতে উপজেলার বিজরা বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
এছাড়াও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ, মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য মালামালও তাদের কাছ থেকে জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ছয়ছিলা গ্রামের আবুল কাশেম মিজির ছেলে মো. জুয়েল হোসেন (২৪) ও একই গ্রামের মোঃ মনির মিজির ছেলে মো. আল আমিন মিজি (২৫)।
বুধবার (৫ অক্টোবর) দুপুরে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন সংবাদকর্মীদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে কুমিল্লা ও চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে জব্দকৃত পিকআপ ব্যবহার করে গাঁজা ও বিদেশী মদসহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।
উক্ত বিষয়ে মো. জুয়েল হোসেন ও মো. আল আমিন মিজির বিরুদ্ধে কুমিল্লার লাকসাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।