কবির আহমেদ:
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে চাঁদপুর উপ-আঞ্চলিক কেন্দ্র হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ স্টাডি সেন্টারে শুক্রবার (২১ অক্টোবর) সকালে ২২ তম ব্যাচ ডিগ্রি (বিএ/বিএসএস) প্রোগ্রামের শিক্ষার্থীদের পরিচিতিমূলক অনুষ্ঠান সস্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আবুল বাশার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাউবি চাঁদপুর জেলা উপ-আঞ্চলিক কেন্দ্রের যুগ্ম পরিচালক মোঃ ইব্রাহীম খলিল।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,অত্র কলেজ স্টাডি সেন্টার এর সমন্বয়ক ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মজিবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রাশেদ গাজী, কৃষি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সুভাষ চন্দ্র আইচ,ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ খোরশেদ আলম,ইংরেজি প্রভাষক মোঃ হুমায়ুন কবির,প্রভাষক,প্রভাষক জান্নাতুন ফেরদাউস প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালন করেন,বাংলা প্রভাষক মাহমুদুল হাসান গোফরান।
অনুষ্ঠানে কবিতা আবৃতি,হামদ,নাত, দেশাত্মবোধক গান সংগীতানুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত উপস্থিত ছিলেন,প্রভাষক সামিয়া জাহান,প্রভাষক ফারজানা আক্তার সহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, নবীন সহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয় এবং ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদেের বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীববৃন্দ হামদ,নাত, দেশাত্মবোধক গান,সংগীতানুষ্ঠান পরিবেশন করেন।
আনন্দঘন পরিবেশে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
উল্লেখ্য,
বাউবি চাঁদপুর উপ-আঞ্চলিক কেন্দ্রে এইচএসসি ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম বর্তমানে চলমান।যা আগামী ১৪ নভেম্বর পর্যন্ত চলবে।
Post Views: ১