শাখাওয়াত হোসেন শামীম,, হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা।।
চাঁদপুরের হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ওই ইউনিয়নের তারালীয়া গ্রামে ইদ্রিস বেপারির বাড়ির প্রবাসী জাহাঙ্গীরের বসতঘরে আগুন লাগে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর শিং জানান, ভোররাতে আগুন লাগার বিষয়টি বুঝতে পেরে ঘরে যারা ছিলেন তারা চিৎকার শুরু করেন। এতে আশপাশের মানুষ দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে হাজীগঞ্জ দমকল বাহিনীকে খবর দেন তারা। কিন্তু রাস্তা অপ্রশস্ত থাকার কারণে গাড়ি ভেতরে ঢুকতে পারেনি। পরে অগ্নিনির্বাপককর্মীরা বিভিন্ন উপায়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে ৩টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত প্রবাসী জাহাঙ্গীরের ছেলে রিপন জানান, তাদের তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। নগদ টাকা, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র ও জরুরি কাগজ পত্রসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল বলেন, ঘটনাটি রাতেই শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তার ব্যবস্থা নেবো।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার জানান, আগুনে তিনটি ঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।