মতলব উত্তর ব্যুরো :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীর তীর অবৈধভাবে মাটি কাটার দায়ে ৭ জনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) মো. আল এমরান খান।
জানা গেছে, মতলব উত্তর উপজেলার দক্ষিণ বোরোচর ওরফে চর ওয়েস্টার গ্রামে অভিযান চালায় ভূমি প্রশাসন। এ সময় এক্সকাভেটর (ভেক্যু) ও বলগেট ব্যবহার করে মাটি কাটতে দেখা যায়। ঘটনাস্থলে উপস্থিত হলে বলগেটের কর্মচারী ব্যতিত কাউকে পাওয়া যায়নি। এসময় ৭ জন শ্রমিককে গ্রেপ্তার করা হয়।
আটককৃতদের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এ ২ জনকে এক লাখ টাকা করে দুই লাখ টাকা এবং অন্য ৫ জনকে ৫ হাজার টাকা করে দুই লক্ষ ৫০ হাজার টাকা সহ মোট সর্বমোট ৪ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদাল এ রায় দেওয়ার পর তা কার্যকর করা হয়।
জানা গেছে, প্রায় এক মাস ধরে ওই এলাকার একটি চক্র মেঘনা নদীর তীর কেটে ইটভাটায় বিক্রি করে আসছিল।
মতলব উত্তর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আল এমরান খান বলেন, যেকোন কৃষি জমিতে মাটি কাটা যাবে না। সেক্ষেত্রে জমির শ্রেণি পরিবর্তন করতে হবে আগে। এছাড়াও নদী এলাকায় সরকারি মাটি কাটা আরও অপরাধ। জনস্বার্থে আগামীতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।