মনিরুল ইসলাম মনির:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ২০২২-২০২৩ অর্থ বছরের রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ও উফসী ধানের সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ও উফসী ধানের সার বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. সালাউদ্দিন।
উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মজিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা নির্বাচন অফিসার রিপন হোসেন, উপজেলা কৃষক লীগে নেতা মুজাম্মেল হক।
মতলব উত্তরে চলতি মৌসুমে রবি ২০২২-২৩ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৯শ’ জন কৃষকের মাঝে ( বীজ ধান ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি ১০ কেজি) বিনামূল্যে উচ্চ ফলনশীল ধান বীজ ও সার এবং ২ কেজি করে ২ হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়।