মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তিতে দারুল নাজাত আজিজিয়া মাদ্রাসা আয়োজনে ঈদ-উল-ফিতরের কোরআনের পাখিদের ছুটি কল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকালে শাহরাস্তি পৌর শহরের ঠাকুর বাজারস্হ ওয়ালটন শোরুমের সংলগ্ন দারুল নাজাত আজিজিয়া মাদ্রাসা মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা মুফতি রাশেদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় কোরআনের পাখিদের উদ্দেশ্যে পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষে ছুটি কল্পে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন দারুল নাজাত আজিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ ইমরান হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন হেফজ বিভাগের শিক্ষক মোঃ নাঈমুল ইসলাম, সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভায় কোরআনের পাখিদেরকে সপ্তাহব্যাপী ছুটি ও ঈদ-উল- ফিতর উপলক্ষে ঈদ আনন্দ ও বাড়ীর করণীয় কাজ শেষে যথাসময়ে মাদ্রাসায় উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে আহবান করা হল।