Header Border

ঢাকা, সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ (বসন্তকাল)
শিরোনাম
বর্ণাঢ্য আয়োজনে ‘হৃদয়ে মতলব’ বার্ষিক বনভোজন ও মিলন মেলা  মমরুজকান্দি সপ্তগ্ৰাম উচ্চ বিদ্যালয়  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ, দোয়া ও  আলোচনা সভা   মতলব উত্তরে নুরুল হুদা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনালে চ্যাম্পিয়ন হরিণা একতা প্রবাসী সংগঠন  বড়কুল পূর্ব ইউনিয়নে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কচুয়ায় নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম শুরু হাজীগঞ্জে সবুজ সংঘের উদ্যোগে ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে প্রচারণার অভিযোগে কলেজ ছাত্র অন্তর গ্রেপ্তার বলাখাল আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া হাজীগঞ্জে আলিফ ডিজিটাল ডায়াগণস্টিক সেন্টারে ২ সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা কচুয়ায় শ্রীরামপুর আলিম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ 

মতলব উত্তরে মা ইলিশ নিধনের প্রস্তুতি নিচ্ছে অসাধু জেলেরা

 

 

নিষেধাজ্ঞা আসার খবর পেয়ে মা ইলিশ নিধনের প্রস্তুতি নিচ্ছেন কিছু অসাধু জেলে। মতলব উত্তর
উপজেলার বিভিন্ন এলাকায় এসব অসাধু জেলেরা নতুন নতুন একাধিক নৌকা ও কারেন্ট জাল
সংগ্রহ শুরু করেছেন। কেউ কেউ আবার পুরনো জাল ও নৌকা মেরামত করে প্রস্তুতি নিচ্ছেন।
সোমবার মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে মা ইলিশ সংরক্ষণ টাস্কফোর্সের
মতবিনিময় সভায় বক্তারা বিষয়টি তুলে ধরেছেন। এসময় তারা বলেন, মৌসুমি জেলেদের কারনে
নিষেধাজ্ঞা শতভাগ কার্যকর করা হয় না। তারা অন্যান্য পেশায় থাকলেও নিষেধাজ্ঞার মৌসুমে তারা
ইলিশ মাছ শিকারে তাৎপর হন।
মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ১২ অক্টোবরের থেকে ২ নভেম্বর মা ইলিশ ধরার উপর সরকারি
নিষেধাজ্ঞা আসছে। মূলত বছরের এই সময়ে সাগরের ডিমওয়ালা ইলিশ সাধু পানিতে ডিম
ছাড়ার জন্য বিভিন্ন নদ নদীতে ঝাঁকে ঝাঁকে প্রবেশ করতে থাকে। ইলিশের উৎপাদন বাড়ানোর
জন্য এই সময়ে সরকার ইলিশ মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা দিয়ে থাকে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বোরোচর, চরওমেদ, এখলাছপুর, ষাটনল, দশানী, বাহাদুরপুর,
আমিরাবাদ ও সটাকি এলাকার কিছু অসাধু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনের সকল
আয়োজন সম্পন্ন করে রেখেছেন। তারা একাধিক কারেন্ট জাল ও দুই/তিনটি করে নৌকা
সংগ্রহ করেছেন।
এদের মধ্যে বিশাল একটা অংশ আছে যারা মৌসুমি জেলে। যারা সারাবছর অন্য পেশায়
নিয়োজিত থাকলেও মা ইলিশ ধরার নিষেধাজ্ঞার সময় নদীতে দাপিয়ে বেড়ায়। যার কারণে
প্রশাসনকেও নিষেধাজ্ঞা সফল করতে বেগ পেতে হয়।
রহমান নামের এক মৌসুমি জেলে বলেন, নিষেধাজ্ঞার সময় এক ঘন্টা ঠিকমত নদীতে জাল ফেলতে
পারলে ৮/১০ হাজার টাকা আয় করা যায়। কারণ, নিষেধাজ্ঞার সময় নদীতে প্রচুর ইলিশ মাছ পাওয়া
যায় আর ডিমওয়ালা হওয়ার কারণে ভালো দামে বিক্রি করা যায়। তাই অনেকেই এই লোভে পরে মা
ইলিশ শিকারে নেমে পরে । যদি প্রশাসন জাল ও নৌকা নিয়েও যায় তাতে তেমন সমস্যা হয় না।
আবার অনেকে মাছ বিক্রি না করে ককশিট ক্রয় করে তার ভিতর বরফ দিয়ে মজুদ করে রাখেন।
নিষেধাজ্ঞার সময় শেষ হলে তা বাজারে বিক্রি করা হয়। একটা বিষয় খেয়াল করে দেখবেন প্রতিবছরই
নিষেধাজ্ঞার পরেরদিনই বাজারে ইলিশ মাছে সয়লাব হয়ে যায়। এগুলো আসে মূলত মজুদ করা মাছ
থেকেই কারন নিষেধাজ্ঞা শেষেই এত মাছতো আর একদিনে জেলেরা ধরতে পারে না।

আরো পড়ুন  মতলব উত্তরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজার মানুষ

নিবন্ধিত জেলে বিপ্লব বর্মন জানান, মা ইলিশ শিকারে যে সকল অসাধু জেলে নদীতে নামেন
তাদের মধ্যে বড় একটা অংশ থাকে মৌসুমি জেলে যারা মূলত জেলে পেশায় নিয়োজিত না। যারা
নিবন্ধিত জেলে তারা বেশিরভাগই ঝুঁকি নিয়ে নদীতে নামতে চান না।
কেননা, প্রশাসন ধরে সাজা দিলে জেলে কার্ডটি বাতিল হতে পারে। এছাড়া নিষেধাজ্ঞায় মাছ
ধরা থেকে বিরত থাকার জন্য নিবন্ধিত জেলেদের সরকারের পক্ষ থেকে চাল বিতরণ করা হয়। তাই
আমাদের উচিত নিষেধাজ্ঞায় মা ইলিশ নিধন না করে ইলিশের উৎপাদন বাড়াতে সহায়তা করা।
স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বলেন, প্রতি বছর ইলিশ রক্ষা অভিযানের সময় মৌসুমী জেলেরা
দলে দলে নদীতে জাল নিয়ে নেমে পড়েন। এরা প্রশাসনকে ফাঁকি দিয়ে নদীতে মা ইলিশ শিকার
করেন। অনেক সময় দেখা যায় প্রশাসনের লোকজন নদীতে ধাওয়া দিয়ে একবাক থেকে অন্য বাকে
যেতে না যেতেই তারা আবার নদীতে নেমে পড়েন। এদের প্রতিহত করতে না পারলে মা ইলিশ রক্ষার
অভিযানও সফল হবে না আর ইলিশ সম্পদেরও উৎপাদন বাড়বে না।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম জানান, মা ইলিশ রক্ষায় সরকার বদ্ধ পরিকর।
নিবন্ধিত জেলেদের ইলিশ ধরা থেকে বিরত থাকার জন্য নানান ভাবে সহায়তা করা হচ্ছে। তারপরও যারা
ইলিশ শিকারে নদীতে নামবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বর্ণাঢ্য আয়োজনে ‘হৃদয়ে মতলব’ বার্ষিক বনভোজন ও মিলন মেলা 
মমরুজকান্দি সপ্তগ্ৰাম উচ্চ বিদ্যালয়  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ, দোয়া ও  আলোচনা সভা  
মতলব উত্তরে নুরুল হুদা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনালে চ্যাম্পিয়ন হরিণা একতা প্রবাসী সংগঠন 
বড়কুল পূর্ব ইউনিয়নে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
কচুয়ায় নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম শুরু
হাজীগঞ্জে সবুজ সংঘের উদ্যোগে ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আরও খবর

error: Content is protected !!