মতলব উত্তর উপজেলার সরকার নিবন্ধিত সংগঠন নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাব কর্তৃক ১৬ টিমের খেলার সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় ও ডিগ্রি কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন হরিনা একতা প্রবাসী সংগঠন বনাম গালিম খাঁ ব্লাকসার্ক ঢাকা।
ঐ খেলায় ৭ উইকেটে জয়লাভ করে চ্যাম্পিয়ান ট্রফি গ্রহণ করেন হরিনা একতা প্রবাসী সংগঠন।
নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের দাতা সদস্য মো. শাহাদাত করিম সংগ্রাম চৌধুরীর সভাপতিত্বে এবং দুবাই প্রবাসী আহসান উল্লাহর সার্বিক সহযোগিতায় অনু্ষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাবেক মন্ত্রী পুত্র চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা শুভ।
স্বাগত বক্তব্য রাখেন, ইতালি প্রবাসী ও মতলব সরকারি ডিগ্রি কলেজের সাবেক ছাত্রনেতা রাসেল সরকার। উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, আইসিসির প্যানেল আম্পায়ার মাসুদুর রহমান মুকুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রবিউল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন, নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের সভাপতি কর্নেল (অবঃ) মতিউর রহমান, জেলা বিএনপির সদস্য মোঃ আব্দুল মান্নান লস্কর, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুউদ্দিন সরকার, মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম রাব্বানী মামুন সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পূর্ণ টুর্নামেন্টের পরিচালনায় ছিলেন, মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুন্সি মোঃ জাহাঙ্গীর আলম ও নিশ্চিন্তপুর বন্ধুমহল ক্লাবের সভাপতি তরুণ সংগঠক নাজমুল হাসান রোকন।
উল্লেখ্য, ফাইনাল খেলা অতি সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে। খেলায় আগত দর্শনার্থীদের কানায় কানায় ভরে গেছে মাঠ। গাছে বিল্ডিং এর ছাদের উপর উপছে পরা দর্শনার্থী লক্ষ্য করা গেছে।