মতলব উত্তর উপজেলার মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় এসএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে মিলাদ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আলাউদ্দিন মুন্সি।
মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম সভাপতিত্বে ও সহকারি শিক্ষক শাহাদাত হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, সমাজসেবক খোরশেদ আলম জমাদার, ম্যানেজিং কমিটির সদস্য লিটন জমাদার, উপজেলা বিএনপি নেতা মিজানুর রহমান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহসিন মন্ডল, উত্তর ইসলামাবাদ সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসান সহ আরো অনেকে।
এ সময় বিদায় শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদ্যালয়ের মসজিদের উন্নয়নের কাজের জন্য ৪০ হাজার টাকা অনুদান তুলে দেওয়া হয়।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।