বর্ণাঢ্য আয়োজনে মতলব উত্তর উপজেলাধীন ‘হৃদয়ে মতলব’এর বার্ষিক বনভোজন ও মিলন মেলা সম্পন্ন হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারী) দিনব্যাপী মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলাস্থ মেঘনা ভিলেজ রিসোর্টে প্রাণের আমেজে অনুষ্ঠিত হয়। মতলবের অদূরে সবুজ অরন্যে, প্রকৃতির অপার সৌন্দর্য ছায়া ঘেরা মেঘনা ভিলেজ রিসোর্র্টে এই জমজমাট বনভোজন অনুষ্ঠিত হয়। মতলববাসী এবং অতিথিবৃন্দ স্বপরিবারে বনভোজনে অংশ নিয়ে বনভোজনকে পরিনত করেন একমহামিলন মেলায়। বনভোজন-এ অংশগ্রহনকারীরা সকলেই দিনভর ভিন্ন এক উৎসবে মেতে ছিলেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান ও আকর্ষণীয় লটারী ড্র। মতলব উত্তরের বিভিন্ন স্থান থেকে বনভোজনে যাওয়ার জন্য সকাল ৯ টায় একযোগে বাস এবং প্রাইভেটকার যোগে বনভোজন স্থলে উপস্থিত হন বনভোজনে অংশগ্রহণকারীরা।
এর পরপরই শুরু হয় মহিলাদের বালিশ খেলা ছিল বড়ই উপভোগ্য। আনন্দের জোয়ারে ভেসে গিয়েছিল পুরো বনভোজন স্থল। বেলা ১ টায় রকমারী মুখরোচক খাবারের সমারহে শুরু হয় ভুরি ভোঁজের আসর। সবাই সারিবদ্ধ হয়ে সুশৃঙ্খলভাবে খাবার সংগ্রহ করেন। এরপর শুরু হয় জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাদ্দাম হোসেন জয়ের এর পরিচালনায় এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী মোহেনী ছেনঢী ও উম্মেপিয়া। সর্বশেষ লটারী ড্র এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়েই বনভোজনের সমাপ্তি ঘটে।
হৃদয়ে মতলব সংগঠনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিনের সহধর্মিণী আস্তা ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের প্রেসিডেন্ট শাহনাজ শারমিন জালাল। তিনি বনভোজনে অংশগ্রহণ করার জন্য সকলকে স্বাগত জানান। বনভোজন আয়োজনের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে ধন্যবাদ জানান এবং সংগঠনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন।
তিনি বলেন, সামনে রোজার মাস, আমরা রোজা রাখি, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবো। অন্যান্য ধর্মের যারা আছেন তারা তাদের ধর্ম পালন করবো। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা এবং অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার জন্য বনভোজন বাস্তবায়ন কমিটির সকল সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি হৃদয়ে মতলব এর কার্যক্রমকে আরও গনমূখী করার লক্ষ্যে সকলের পরামর্শ এবং আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এসময় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপি নেতা আলমগীর সরকার, মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনুসহ আরো অনেকে।