মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি স্মরণে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে রায়চোঁ বাজারস্থ সংলগ্ন মাঠে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সেবা সংঘের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন সরকার, হাজীগঞ্জ প্রেসক্লাবে সভাপতি হাসান মাহমুদ, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আকতার হোসেন দুলাল, সদস্য সচিব কাজী জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু প্রমুখ।
বড়কুল পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, রায়চোঁ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রাশেদুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুল জব্বার, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক কবির হোসেন রাজু প্রমুখ।
বড়কুল পূর্ব ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহআলম ভুট্টু, যুবনেতা রহমত উল্যাহ, ইকবাল হোসেন, ফয়েজ আহমেদ, মামুন, তারেক, স্বেচ্ছাসেবক নেতা আজিজ হোসেন দিনার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়াও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আলামিন দিনু ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবক নেতা আব্দুল করিমসহ অন্যান্য অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ও এলাকাবাসীসহ কয়েক শতাধিক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।