চাঁদপুরের হাজীগঞ্জে বালুবাহী পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।
সোমবার (৬ মে) দুপুরে চাঁদপুর- কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাকিলার গোগরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত তিনজনকে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহতরা হলেন,হাজীগঞ্জ উপজেলার পয়াল জোস গ্রামের মোল্লা বাড়ির গরু ব্যবসায়ী মো. মামুন হোসেন (২৫) ও তার বাবা আবু তাহের (৫৫)।
বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন জানান,তারা ৫ জন চাঁদপুর সদরের সফরমালীতে গরু কিনতে যাচ্ছিল। পথে চাঁদপুর গামী বালুবাহী পিকআপের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তাহের ও মামুনের মুত্যু হয়। বাকীদের মুমূর্ষ অবস্থায় চাঁদপুর হাসপাতালে পাঠানো হয়েছে।
হাজীগঞ্জ থানার ওসি আব্দুর রশিদ জানান,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পিকআপ জব্দ করা হয়েছে। মৃতদেহগুলো উদ্ধার করা হয়।