চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। রবিবার (২৪ নভেম্বর ২০২৪) সকালে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে জেলা প্রশাসক চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় জেলা প্রশাসক নতুন উপচার্যকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালীন সময় উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ জেলা প্রশাসক বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং স্থায়ী ক্যাম্পাস কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য ভূমি অধিগ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে মাননীয় জেলা প্রশাসক চাঁবিপ্রবির উপাচার্য মহোদয়কে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সার্বিক সহযোগিতা প্রদান এবং ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।