চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দাওরায়ে হাদীস (মাস্টার্স) জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম শাশিয়ালী মাদ্রাসার ৯৬তম ওয়াজ ও দোয়ার মাহফিল আগামী ৬-৭ ডিসেম্বর, রোজ শুক্র ও শনিবার। (বাংলা ২১ ও ২২ অগ্রহায়ণ ১৪৩১)।
২ দিন ব্যাপী ওয়াজ মাহফিলের প্রথম দিনের প্রথম অধিবেশন শুরু জুম্মার নামাজের পরে হামদ-নাত ও কেরাত পাঠের প্রতিযোগিতা দিয়ে শুরু। এরপর আছরের নামাজ শেষে বিভিন্ন জেলা থেকে আগত বিশিষ্ট আলেমগন বক্তব্য পেশ করবেন। রাত বারোটার মধ্যে প্রথম দিনের মাহফিল সমাপ্তের পর দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন প্রথম দিনের ন্যায় চলমান থাকবে।
দ্বিতীয় দিনে বিশেষ আকর্ষন থাকবে মাদ্রাসার হাফেজ/পারেগ হওয়া ছাত্রদের পাগড়ী দেওয়া। একই সাথে পুরো বছরের মাদ্রাসার আয় ব্যয়ের হিসাব তুলে দরবেন মাদ্রাসার প্রধান/মোহতামিম।
মাহফিলে বিশিষ্ট আলেমদের মধ্যে রয়েছেন, তালিমুল উলুম ইইনিস্টিটিউট ও রিসার্চ সেন্টারের পরিচালক মাও. লুৎফুর রহমান ফরায়েজি, মুফতি মোস্তাকুন্নবী, মাও. আনিছুর রহমান আশরাফী ও বিশিষ্ট ফিকহবিদ ও মিডিয়া ব্যক্তি মাও. রেজাউল করিম আবরার।
মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষথেকে সকলকে মাহফিলে উপস্থিত হয়ে দুনিয়া ও আখেরাতের অশেষ নেকী হাসিল করার আহ্বান করেন।
উল্লেখ্য: ফরিদগঞ্জের একমাত্র ঐতিহ্যবাহী দাওরায়ে হাদীস/মাস্টার্স কওমি শিক্ষা প্রতিষ্ঠান। যা প্রতিষ্ঠিত হয় ১৯৩৩ খ্রীঃ।