Header Border

ঢাকা, শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ (বসন্তকাল)
শিরোনাম
শাহরাস্তি মডেল স্কুলের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শাহরাস্তি পৌর শ্রমিক দলের ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা মাতৃভাষা দিবসে বায়তুল ফালাহ ওয়েলফেয়ার সোসাইটির ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেন শাহরাস্তিতে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রশাসনের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ২১ ফেব্রুয়ারিকে ঘিরে চাঁদপুর শহরে ফুলের জমজমাট ব্যবসা  হাজীগঞ্জে জগন্নাথপুর সপ্রাবির বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ শাহরাস্তিতে নূর ভিশন তাহফিজুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান শাহরাস্তিতে বড় ভাই কর্তৃক ছোট ভাইয়ের সম্পত্তি দখলের চেষ্টা ডাকাতিয়া নদীর তীরে পাবলিক টয়লেট নির্মাণের অভিযোগ চাঁদপুর শ্রম কল্যাণ কেন্দ্র এবং ‘বিজয়ীর’ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

হাজীগঞ্জে বইয়ের সংকট: নবম শ্রেণির শিক্ষার্থীরা বই ছাড়াই ক্লাস করছে

নতুন বছরের দেড় মাস পেরিয়ে গেলেও হাজীগঞ্জ উপজেলার মাধ্যমিক ও দাখিলের শিক্ষার্থীরা এখনও তাদের হাতে নতুন বই পায়নি। বিশেষ করে মাধ্যমিকের নবম শ্রেণি এবং দাখিলের অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা বই ছাড়াই ক্লাস করতে বাধ্য হচ্ছে। বই বিতরণের এই ধীরগতি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক হতাশা সৃষ্টি করেছে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মাধ্যমিক স্তরে ৩ লক্ষ ১০ হাজার ৮৫০টি বইয়ের চাহিদার বিপরীতে এখন পর্যন্ত মাত্র ১ লক্ষ ৪৩ হাজার ৩৯০টি বই বিতরণ করা হয়েছে, যা মোট চাহিদার মাত্র ৪৬.১৩ শতাংশ। তবে নবম শ্রেণির কোনো শিক্ষার্থীকেই এখন পর্যন্ত নতুন বই দেওয়া হয়নি।

ইবতেদায়ি স্তরে ৮৩ হাজার ৬০০টি বইয়ের চাহিদার বিপরীতে বিতরণ করা হয়েছে ২৫ হাজার ৩৮০টি বই, যা চাহিদার মাত্র ৩০.৩৬ শতাংশ। অন্যদিকে, দাখিল স্তরে ২ লক্ষ ১৮ হাজার ৪৮০টি বইয়ের চাহিদার বিপরীতে বিতরণ করা হয়েছে ৪৬ হাজার ৭৫টি বই, যা মোট চাহিদার মাত্র ২১.০৯ শতাংশ। এছাড়াও দাখিলের অষ্টম ও নবম শ্রেণির কোনো শিক্ষার্থীকেই এখন পর্যন্ত নতুন বই দেওয়া হয়নি।

উপজেলার মাধ্যমিক ও দাখিল স্তরের মোট বইয়ের চাহিদা ৬ লক্ষ ১২ হাজার ৯৩০টি। এর বিপরীতে এখন পর্যন্ত বিতরণ করা হয়েছে মাত্র ২ লক্ষ ১৪ হাজার ৮৪৫টি বই, যা মোট চাহিদার মাত্র ৩৫ শতাংশ।

লামিয়া নামে এক শিক্ষার্থী বলছেন, এবারের বইগুলো একটু দেরিতে আমরা হাতে পাচ্ছি। এতে পড়াশোনার কিছুটা হলেও ঘাটতি সৃষ্টি হচ্ছে। কারণ সময় তো চলে যাচ্ছে। এখনো বলা যাচ্ছে না সবগুলো বই কবে নাগাদ হাতে পাব। আমি চাই দ্রুত আমাদের বইগুলো যাতে আমাদের হাতে পৌঁছে দেয়া হয়।

এ বিষয়ে স্থানীয় অভিভাবকরা জানান, বই ছাড়া শিক্ষার্থীদের পড়ালেখা চালানো কঠিন হয়ে পড়েছে। তারা দ্রুত বই বিতরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো পড়ুন  হাজীগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ডিসি, এসপি ও সেনাকর্মকর্তা

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বই বিতরণের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এখনও বই পৌঁছানোর সুনির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম জাহাঙ্গীর আলম জানান, আমাদের গোডাউনে কোন বই নাই। বই আসতেছে। আমরা স্কুলে স্কুলে পৌঁছে দিচ্ছি।

এই বিষয়ে হাজীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ) রিফাত জাহান বলেন, যে সব বই আসছে, সাথে সাথে বিতরণ করা হচ্ছে। আশাবাদী দ্রুত সময়ে সব বই চলে আসবে এবং আসার সাথেসাথে আমরা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেব।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

শাহরাস্তি মডেল স্কুলের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
শাহরাস্তি পৌর শ্রমিক দলের ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
মাতৃভাষা দিবসে বায়তুল ফালাহ ওয়েলফেয়ার সোসাইটির ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেন
শাহরাস্তিতে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রশাসনের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
২১ ফেব্রুয়ারিকে ঘিরে চাঁদপুর শহরে ফুলের জমজমাট ব্যবসা 
হাজীগঞ্জে জগন্নাথপুর সপ্রাবির বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ

আরও খবর

error: Content is protected !!