Header Border

ঢাকা, সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ (বসন্তকাল)
শিরোনাম
বর্ণাঢ্য আয়োজনে ‘হৃদয়ে মতলব’ বার্ষিক বনভোজন ও মিলন মেলা  মমরুজকান্দি সপ্তগ্ৰাম উচ্চ বিদ্যালয়  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ, দোয়া ও  আলোচনা সভা   মতলব উত্তরে নুরুল হুদা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনালে চ্যাম্পিয়ন হরিণা একতা প্রবাসী সংগঠন  বড়কুল পূর্ব ইউনিয়নে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কচুয়ায় নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম শুরু হাজীগঞ্জে সবুজ সংঘের উদ্যোগে ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে প্রচারণার অভিযোগে কলেজ ছাত্র অন্তর গ্রেপ্তার বলাখাল আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া হাজীগঞ্জে আলিফ ডিজিটাল ডায়াগণস্টিক সেন্টারে ২ সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা কচুয়ায় শ্রীরামপুর আলিম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ 

হাজীগঞ্জে আলিফ ডিজিটাল ডায়াগণস্টিক সেন্টারে ২ সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা

হাজীগঞ্জ পৌরসভাধীন আলীগঞ্জ আলিফ ডিজিটাল ডায়াগণস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে প্রায় ২ সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সোমবার (২৪ ফেব্রুয়ারী) ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক এ সেবা প্রদান করেন। আলিফ ডিজিটাল ডায়াগণস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে দিনব্যাপী এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এদিন ব্রেইন ও স্পাইন সার্জারি বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ সাইফুল ইসলাম, ইউরোলজি বিশেষজ্ঞ ও এন্ডোসপিক, লেপারোস্কপিক সার্জন ডা. মমিনুল হায়দার, নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডা. মো. আজাদুল হক, ওরাল এন্ড ডেন্টাল সার্জন ডা. নুসরাত জাহান, লিডার, গ্যাস্ট্রোএন্টারোলজি ও মেডিসিন চিকিৎসক ডা. গোলাম কিবরিয়া এবং স্ত্রী ও প্রসূতি রোগ চিকিৎসক ডা. পিনাজ রুহানী অনন্যা চিকিৎসা সেবা দেন।

এদিন ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মজুমদার পরান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ রহিম পাটওয়ারী, সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আকতার হোসেন দুলাল, সদস্য সচিব কাজী জসিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ব্যবস্থাপনা পরিচালক মো. রহমতে এলাহী হাকিম জানান, বিভিন্ন জাতীয় দিবস সমূহে আলিফ ডিজিটাল ডায়াগণস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে। এর ধারাবাহিকতায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ৬জন বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপী প্রায় ২ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহৃত থাকবে।

প্রসঙ্গত, আলিফ ডিজিটাল ডায়াগণস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে অত্যাধুনিক ডিআর’সহ এক্সরে ৫০০ এম.এ, সাউথ কোরিয়ার আল্ট্রাসনোগ্রাম ৪ডি কালার ডফলার, ইকো-কার্ডিওগ্রাম ৪ডি কালার ডপলার, অটোমেটিক হরমোন ও ক্যান্সার মার্কার এনালাইজার, ব্লাডসেল কাউন্টারসহ কম্পিউটারাইজ প্যাথলজি, ইলেকট্রোলাইট এনালাইজার, কম্পিউটারাইজড ইসিজি (১২ চ্যানেল) ও বিদেশগামীদের মেডিকেল চেকআপ করা হয়।

আরো পড়ুন  হাজীগঞ্জ থানায় জিডি করলেন অভিনেত্রী পুষ্পিতা পপি | Rknews71

বিশেষজ্ঞ ডাক্তারগণের চেম্বারের পাশাপাশি ভ্যাকসিন কর্ণার, ফার্মেসী, জাপান থেকে ইমপোর্টেড অত্যাধুনিক তোষো মেশিনে সব ধরনের হরমোন পরীক্ষা করা হয়। এর মধ্যে বৃহস্পতিবার ইকো কার্ডিওগ্রাম করা হয়।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বর্ণাঢ্য আয়োজনে ‘হৃদয়ে মতলব’ বার্ষিক বনভোজন ও মিলন মেলা 
মমরুজকান্দি সপ্তগ্ৰাম উচ্চ বিদ্যালয়  এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ, দোয়া ও  আলোচনা সভা  
মতলব উত্তরে নুরুল হুদা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনালে চ্যাম্পিয়ন হরিণা একতা প্রবাসী সংগঠন 
বড়কুল পূর্ব ইউনিয়নে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
কচুয়ায় নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম শুরু
হাজীগঞ্জে সবুজ সংঘের উদ্যোগে ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আরও খবর

error: Content is protected !!