পবিত্র মাহে রমজান উপলক্ষে হাজীগঞ্জের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন হাজিগঞ্জ সবুজ সংঘ ৩০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় হাজীগঞ্জ (শহীদ আলী আজ্জম সড়ক) স্টেশন রোডস্থ সংগঠনের নিজস্ব নির্মানাধীন কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনারম্ভর অনুষ্ঠানের মাধ্যমে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি খাইরুল কবির আবাদ-এর সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি হাজী আকবর হোসেন, সাধারণ সম্পাদক গাজী জসীম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খালিদুর রহমান বাবু,
ক্রিয়া সম্পাদক জাহাঙ্গীর আলম, সিনিয়র সদস্য বাবু দিলীপ কুমার, সিনিয়র সদস্য আব্দুস সাত্তার, সদস্য নঈম কাজী, এবি সিদ্দিক রানা ও প্রচার সম্পাদক হারুনুর রশিদ সহ আরো অন্যান্য সদস্য বৃন্দ
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই আয়োজন। প্রতি বছর রমজানে সবুজ সংঘের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়, যা অসহায় পরিবারের সদস্যদের জন্য কিছুটা হলেও স্বস্তি এনে দেয়।
উল্লেখ্য, হাজীগঞ্জের সবুজ সংঘ দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। সংগঠনের এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।