ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সারা দেশের ন্যায় চাঁদপুরের
কচুয়া উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে
নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকাল থেকে
বিকেল পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসের তত্ত¡াবধানে উপজেলার সাচার
ইউনিয়নের সাচার উচ্চ বিদ্যালয়ে নতুন ভোটারদের ছবি তোলা হয়।
উপজেলার ১২ ইউনিয়ন ও ১টি পৌরসভায় এ কার্যক্রম চলবে আগামী ১০
মার্চ পর্যন্ত।
সরেজমিনে দেখা যায়, সোমবার সকাল ৮টা থেকে ভোটার তালিকা
হালনাগাদ কার্যক্রমের ছবি তোলার কাজ শুরু হয়েছে। নতুন ভোটার হওয়ার
জন্য সবাই সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে সবাই ছবি তোলাসহ ভোটার
হওয়ার জন্য যাবতীয় কাজ সম্পন্ন করছেন। নতুন ভোটাররা ভোটার হতে
পেরে তারা খুশী এবং অন্তবর্তী সরকারকে ধন্যবাদ জানান।
ছবি তুলতে আসা নতুন ভোটার তানজিনা আক্তার মায়া
সাংবাদিকদের জানান, নতুন ভোটার হতে পেরে আমি খুবই উচ্ছ¡সিত।
ভোট আমাদের অধিকার। নিজের অধিকার নিজে প্রয়োগ করার অনুভ‚তিটা
অন্যরকম। সবার উচিৎ ভোটার হয়ে ভোটাধিকার প্রয়োগ করা। পছন্দের
প্রার্থীকে ভোট দিয়ে রাষ্ট্রগঠনে অংশীদার হওয়া।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল হাছান বলেন, ২৪
ফেব্রæয়ারি থেকে হালনাগাদের কাজ শুরু হয়েছে ১০ মার্চ পর্যন্ত ভোটার
তালিকা হালনাগাদ ছবি তোলার কার্যক্রম চলবে। ২০০৮ সালের ১ জানুয়ারি
বা তার আগে যাদের জন্ম তারা এবার ভোটার হতে পারবে। এ কর্মসূচিতে
ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম কেটে দেয়া হবে এবং আবাসস্থল
পরিবর্তনের কারণে ভোটার এলাকা স্থানান্তরের বিষয়ে ও কার্যক্রম চলবে।