আল্লাহ তা’য়ালাকে নিয়ে কটুক্তিকারী রাখাল রাহার গ্রেফতার, ভারতে মুসলিম নির্যাতন ও ফিলিস্তিনে ইসরাঈলী বাহিনীর বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে চাঁদপুরের হাজীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ, হাজীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত মিছিল ও প্রতিবাদ সমাবেশে ইসলামী সমমনা দলের নেতৃবৃন্দসহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।
শুক্রবার (২১ মার্চ) জুমআর নামাজ শেষে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সম্মুখ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ চৌরাস্তায় প্রতিবাদ সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের খতিব ও হেফাজতে ইসলামের উপজেলা সভাপতি মুফতি আব্দুর রউফ।
হেফাজত ইসলামের উপজেলা শাখার সাধারন সম্পাদক মো. মোস্তফা আল হাবিবের উপস্থাপনায় মিছিল ও সমাবেশে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপজেলা সভাপতি মুফতি মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাও. ফয়সাল আহমদ রশিদী, সাধারণ সম্পাদক মাও. এহতেসামুল হক, পৌর সাধারণ সম্পাদক মো. ওয়ালী উল্যাহ্ উপস্থিত ছিলেন।
হেফাজতে ইসলামের পৌর সভাপতি মাও. মাহমুদুল হাসান শুভ ও সাধারণ সম্পাদক মাও. জুবায়ের আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে মিছিল ও প্রতিবাদ সমাবেশে ইসলামী আন্দোলন উপজেলা শাখার প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামাল গাজীসহ হেফাজতে ইসলামের উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।