Header Border

ঢাকা, শুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ (বসন্তকাল)
শিরোনাম
জমি সংক্রান্ত বিরোধে পূর্ব শত্রুতায় বৃদ্ধের মাথা ফাঁটালো ভাই ভাতিজা মতলব উত্তরে মইনীয়া যুব ফোরামের উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরন হাজীগঞ্জে প্রশাসনের শীর্ষ পদে ৮ নারী: নেতৃত্বে নতুন দিগন্ত ৩০% কোটা বাতিলসহ ৬ দফা দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি  ছেংগারচর পৌরসভায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল মতলব উত্তরে সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যান সংস্থা উদ্যোগে ইফতার মাহফিল মতলব উত্তরে চোর চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার হাজীগঞ্জ পৌরসভায় ৪৬২১ পরিবারে ভিজিএফের চাল বিতরণ  হাজীগঞ্জ পৌরসভায় নারীদের পোশাক তৈরি প্রশিক্ষণ সম্পন, সেলাই মেশিন  বিতরণ ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলার প্রতিবাদে হাজীগঞ্জে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ মিছিল

হাজীগঞ্জে প্রশাসনের শীর্ষ পদে ৮ নারী: নেতৃত্বে নতুন দিগন্ত

হাজীগঞ্জ উপজেলা প্রশাসনে নারীরা এখন নেতৃত্বের শীর্ষস্থানে। উপজেলার আটটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে বর্তমানে নারী কর্মকর্তারা দক্ষতা ও যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। এটি নারীর ক্ষমতায়নের এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।
স্থানীয়রা বলছেন, নারীদের প্রশাসনিক দায়িত্ব গ্রহণের ফলে সরকারি সেবার মান উন্নত হয়েছে এবং নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। কৃষি, প্রাণিসম্পদ, মহিলা বিষয়ক, ভূমি ও খাদ্য বিভাগসহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের সক্রিয় অংশগ্রহণের ফলে উন্নয়ন ও সেবা কার্যক্রম আরও গতিশীল হয়েছে।
জানা গেছে, হাজীগঞ্জ উপজেলার আটটি সরকারি অফিসের শীর্ষ পদে কর্মরত রয়েছেন নারী কর্মকর্তারা। এর মাঝে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, উপজেলা কৃষি অফিসার দিলরুবা খানম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আমেনা আক্তার (অপু), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা: লায়লা আনজুমান ভানু, আনসার ভিডিপি কার্যালয়ের উপজেলা প্রশিক্ষিকা আইরিন পারভিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফারজানা আক্তার মিলি তথ্য আপা প্রকল্পের তথ্য সেবা কর্মকর্তা মরিয়ম আক্তার, উপজেলা রির্সোস সেন্টার ইন্সট্রাক্টর রাশেদা আতিক রোজী।
এই কর্মকর্তা সবাই নিজ নিজ ক্ষেত্রে দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন এবং উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ভূমি সংক্রান্ত সেবাকে সহজ ও জনবান্ধব করতে কাজ করছেন। সাধারণ মানুষের জমি-জমা সংক্রান্ত সমস্যার সমাধানে তিনি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আমেনা আক্তার (অপু) গবাদিপশু ও হাঁস-মুরগি খাতের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করছেন, যা কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করছে।
উপজেলা কৃষি অফিসার দিলরুবা খানম আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদন বাড়াতে কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছেন। তার নেতৃত্বে কৃষকদের জন্য নতুন নতুন উদ্ভাবনী কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা আনজুমান ভানু নারীদের আত্মনির্ভরশীল করতে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি চালাচ্ছেন, যা এলাকার নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করছে।
আনসার ভিডিপি প্রশিক্ষিকা আইরিন পারভিন নারীদের আত্মরক্ষা ও কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ দিচ্ছেন। অন্যদিকে, তথ্য আপা প্রকল্পের কর্মকর্তা মরিয়ম আক্তার নারীদের ডিজিটাল সেবা ও সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফারজানা আক্তার মিলি খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও ন্যায্যমূল্যে খাদ্য সরবরাহের বিষয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
নারী কর্মকর্তাদের এমন দক্ষ নেতৃত্ব সম্পর্কে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান বলেন,
“নারীদের দক্ষতা ও নেতৃত্ব প্রদানের ক্ষমতা যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম। আমরা প্রমাণ করছি যে, নারীরা শুধু গৃহস্থালির কাজেই সীমাবদ্ধ নয়, বরং প্রশাসনিক ক্ষেত্রেও সফলভাবে নেতৃত্ব দিতে পারে।”
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আমেনা আক্তার (অপু) বলেন, “নারী ক্ষমতায়ন শুধু সামাজিক উন্নয়নের নয়, অর্থনৈতিক ও রাষ্ট্রীয় অগ্রগতির অন্যতম মূল চাবিকাঠি। সরকার নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বে অংশগ্রহণ নিশ্চিত করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। নারীরা এখন প্রশাসন, বিচার, প্রযুক্তি ও ব্যবসায় সাফল্যের সঙ্গে ভূমিকা রাখছেন। একজন সরকারি কর্মকর্তা হিসেবে আমি বিশ্বাস করি, নারীদের ক্ষমতায়ন আরও জোরদার হলে সমাজ আরও সমৃদ্ধ ও সমতাভিত্তিক হবে।”
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা আনজুমান ভানু বলেন,”নারীদের ক্ষমতায়ন একটি চলমান প্রক্রিয়া। আমরা চাই, প্রতিটি নারী আত্মনির্ভরশীল হোক এবং প্রশাসনের বিভিন্ন স্তরে নেতৃত্ব দিক।”
স্থানীয় বাসিন্দারা বলছেন, হাজীগঞ্জ উপজেলায় নারীদের প্রশাসনিক দায়িত্ব গ্রহণের ফলে সরকারি সেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। বিশেষ করে ভূমি, কৃষি ও মহিলা বিষয়ক সেবাগুলোতে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি পেয়েছে।
একজন স্থানীয় কৃষক বলেন,”আগে কৃষি অফিসে আমাদের সেবা পেতে দেরি হতো, এখন কৃষি কর্মকর্তার সহায়তায় দ্রুত পরামর্শ ও সাহায্য পাচ্ছি।”
একজন নারী উদ্যোক্তা বলেন, “মহিলা বিষয়ক কর্মকর্তার সহায়তায় আমরা এখন আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ পাচ্ছি। নারীদের প্রশিক্ষণ ও স্বাবলম্বী হওয়ার জন্য এটি দারুণ একটি উদ্যোগ।”
হাজীগঞ্জ উপজেলা প্রশাসনে নারীদের শক্তিশালী ভূমিকা প্রমাণ করছে যে, সুযোগ পেলে নারীরা প্রশাসনের শীর্ষ পদেও দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিতে পারে। নারী নেতৃত্বে সুশাসন প্রতিষ্ঠার এই ধারা অব্যাহত থাকলে হাজীগঞ্জ উপজেলাসহ সারাদেশে নারীর ক্ষমতায়ন আরও দৃঢ় হবে।
আরো পড়ুন  হাজীগঞ্জে সাংবাদিক হাছান মাহমুদের 'মা' আর নেই - Rknews71

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

জমি সংক্রান্ত বিরোধে পূর্ব শত্রুতায় বৃদ্ধের মাথা ফাঁটালো ভাই ভাতিজা
মতলব উত্তরে মইনীয়া যুব ফোরামের উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরন
৩০% কোটা বাতিলসহ ৬ দফা দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি 
ছেংগারচর পৌরসভায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল
মতলব উত্তরে সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যান সংস্থা উদ্যোগে ইফতার মাহফিল
মতলব উত্তরে চোর চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার

আরও খবর

error: Content is protected !!