মতলব উত্তরে সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যান সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) উপজেলার ছেংগারচর পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত ইফতার মাহফিলে মতলব উত্তর সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যান সংস্থার সভাপতি সার্জেন (অব:) আমান উল্লাহ সরকারের সভাপতিত্বে ও (অব:) সার্জন মো. সালিম লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল মান্নান লস্কর, মতলব উত্তর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জাফর আহমেদ, (অব:) মাস্টার ও্যায়ারেন্ট অফিসার বোরহান উদ্দিন, মতলব উত্তর সশশ্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যান সংস্থার সহ-সভাপতি মজিবুর রহমান, সদস্য (অব:) কর্পোরাল হেলাল উদ্দিন, (অব:) সার্জেন্ট জাহাঙ্গীর আলম, (অব:) সার্জেন্ট, আলহাজ নূরুল ইসলাম, (অব:) সার্জেন্ট শহিদ উল্লাহ, (অব:) সার্জেন্ট শাখাওয়াত সরকার, (অব:) সার্জেন্ট জুয়েল গাজী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আমরা যারা সাবেক সেনাবাহিনীর বিভিন্ন পদের অবসরপ্রাপ্ত সদস্য আছি সবাই দেশের সেবক ছিলাম। দেশের কল্যান যৌবন বিলিয়ে দিয়েছি। কিন্তু দু:খের বিষয় আমরা ঐক্য না থাকার কারনে পারিবারিক কারনে বিভিন্ন সমস্যায় আছি। তাই ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা মতলব উত্তর সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যান সংস্থার আত্ম প্রকাশ। আমরা চাই সবাই মিলে একটি সুন্দর সমাজ উপহার দেব।
এসময় ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি গিয়াস উদ্দিনসহ মতলব উত্তর সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যান সংস্থার সদস্যসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।