কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনি সভার নির্দেশনা মোতাবেক চাঁদাবাজ, দখলদার এবং অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে দলীয়ভাবে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে ছেংগারচর পৌর বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে ১, ২ ও নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত ইফতার, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে ছেংগারচর সরকারি কলেজ মাঠে আয়োজিত ইফতার, দোয়া ও আলোচনা সভায় ছেংগারচর পৌর বিএনপির সভাপতি মো. নান্নু মিয়া প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর সরকার।
পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আলম সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের আহ্বায়ক মো. উজ্জ্বল ফরাজী, উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, সিনিয়র আহ্বায়ক রাশেদ জামান টিপু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আ. মান্নান সাগর, বিএনপি নেতা কাওছার মেহেদী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, ছেংগারচর পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আক্তারুজ্জামান, উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি বশির উদ্দিন, বিএনপি নেতা স্টার সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন সরকার, মুরাদুজ্জামান, সদস্য ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম, নেতা আব্দুল হালিম, যুবদল নেতা বাবু খান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, ছেংগারচর পৌর ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেন, ছেংগারচর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রহমান মুন্না’সহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা শেষ মিলাদ মাহফিল পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী।