Error: Contact form not found.
আরকেনিউজ ডেস্কঃ
গত ২৪/০৭/২২খ্রিঃ তারিখ দুপুর অনুমান ০২.০০ ঘটিকার সময় চাঁদপুর সদর মডেল থানাধীন নতুন বাজারস্থ তালুকদার প্লাজার ভিতরে অজ্ঞাতনামা প্রতারকারীরা আদরী রানী চক্রবর্তী (৫০), স্বামী-নারায়ন চক্রবর্তী, সাং-ঘোষপাড়া, পুরান বাজার, থানা-চাঁদপুর সদর মডেল, জেলা-চাঁদপুর এর সাথে অভিনব প্রদ্ধতিতে প্রতারণা করে।
এ সময় তার গলায় থাকা ১ ভরি ওজনের ১টি স্বর্ণের চেইন, আট আনা ওজনের ১ জোড়া কানের দুল, ছয় আনা ওজনের চারটি আংটিসহ সর্বমোট ০১ ভরি ১৪ আনা স্বর্ণালংকার এবং নগদ ৫ হাজার ৫০০ টাকা নিয়ে যায়।
পরবর্তীতে ইং ০৬.০৮.২০২২খ্রিঃ তারিখ বিকাল ১৪.৩০ ঘটিকায় চাঁদপুর কালি বাড়িতে অবস্থানরত ডিবি পুলিশের একটি টিম কালী বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত প্রতারক চক্রের চারজন সদস্যকে আটক করে।
আটকৃতরা হলো, ১। মোঃ মিঠু (২৭), পিতা-আলী আকবর, মাতা-নাজমা বেগম, সাং-হরিনাথপুর (সর্দার বাড়ী), থানা-হিজলা, জেলা-বরিশাল, বর্তমানে-চনপাড়া (জালালের ভাড়াটিয়া), ২। মোঃ শামীম (২৫), পিতা-বাবুল প্রকাশ লেংরা বাবুল, মাতা-শেফালী বেগম, সাং-চনপাড়া (খলিলের বাড়ী), ৩। মোঃ লাল চাঁন (১৯), পিতা-আব্দুল গাফ্ফার, মাতা-কহিনুর বেগম, সাং-চনপাড়া, ৯নং ওয়ার্ড, ১নং ব্লক (কামালের বাসার ভাড়াটিয়া) সর্বথানা-রুপগঞ্জ, জেলা-নারায়নগঞ্জদেরকে আটক করে।
অভিযোগকারী জেলা গোয়েন্দা শাখায় এসে উল্লেখিত আসামীদেরকে সনাক্ত করে। পরবর্তীতে পুলিশ সুপার, চাঁদপুর এর দিক নির্দেশনায় মোঃ নজরুল ইসলাম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) এনামুল হক চৌধুরী সঙ্গীয় এসআই (নিঃ)/মাজহারুল হক, এসআই (নিঃ) ইমাম হোসেন ও ফোর্সসহ ঢাকা ও নারায়নগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।
ধৃত আসামীদের স্বীকারোক্তি মতে পলাতক আসামী রাসেল এর স্বর্ণের দোকান হতে অপর আসামীসহ বাদীনির ১ ভরি ১৪ আনা স্বর্ণালংকার গলিত অবস্থায় উদ্ধার করেন।
আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাদের প্রতারক চক্রের লিডার জালাল এর সহযোগিতায় তারা বিভিন্ন এলাকায় প্রতারনামূলক কার্যক্রম করে থাকে। নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন চনপাড়া এলাকায় প্রতারক চক্রের ৮/১০টি গ্রুপ রয়েছে।
তারা দেশের বিভিন্ন স্থানে প্রতারণা করে আসছে বলে জানায়। বাদিনী আদরী রানী চক্রবর্তী অভিযোগের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার মামলা নং-১৯/৫০৫, তারিখ-০৬/০৮/২০২২খ্রিঃ, ধারা-৪২০/৩৭৯/৩৪ পেনাল কোড রুজু করা হয়। সহযোগী পলাতক আসামীদেরকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।