রিয়াজ শাওনঃ
৪৯ তম বাংলাদেশ জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ জেলা পর্যায়ে ফুটবল খেলায় চাঁদপুর জেলার চ্যাম্পিয়ন হয়েছে বাবুরহাট স্কুল এন্ড কলেজ ।
শনিবার (১৫ অক্টোবর) কুমিল্লা আঞ্চলিক পর্যায়ে ফুটবল খেলায় অংশগ্রহণ করতে কুমিল্লা যাচ্ছে বাবুহাট স্কুল এন্ড কলেজের ফুটবল দল। কুমিল্লা জিলা স্কুলের মাঠে কুমিল্লা জেলার বিপক্ষে মাঠ নামবে চাঁদপুর জেলার ফুটবল চ্যাম্পিয়ন বাবুরহাট স্কুল এন্ড কলেজের ফুটবল টিম। এই উপলক্ষে চাঁদপুর জেলার মানুষের কাছে দোয়া ছেয়েছে বাবুহাট স্কুল এন্ড কলেজ ফুটবল দল।
এ বিষয়ে বাবুরহাট স্কুল এন্ড কলেজের ফুটবল টিমের দায়িত্বে থাকা শিক্ষক হাবিবুর রহমান বলেন, আমাদের অধ্যক্ষ জনাব মোশারেফ হোসেন স্যারের পৃষ্ঠপোষকতায় এবং খেলোয়াড়দের অক্লান্ত পরিশ্রমে একটি শক্তিশালী দল গঠনে করে আমরা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছি। এবার আমরা আঞ্চলিক পর্যায়ে কুমিল্লা যাচ্ছি। আমরা চাঁদপুর বাসীর কাছে দোয়া চাই আমাদের টিমের জন্য।