মোহাম্মদ হাবীব উল্যাহ্:
অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবং সংঘাতের আশংকা উড়িয়ে দিয়ে দ্বিতীয়বারের মতো হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হলেন, আলহাজ¦ হেলাল উদ্দিন মিয়াজী ও সাধারণ সম্পাদক পদে হ্যাট্টিক (তৃতীয়বার) করলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন।
শনিবার (২৬ নভেম্বর) কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে উপস্থিতিতে হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বিষয়টি নিশ্চিত করেছেন, নব-নির্বাচিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
এর আগে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে নানান জল্পনা-কল্পনা সৃষ্টি হয়। কে হচ্ছেন, সভাপতি ও সাধারণ সম্পাদক। বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ দায়িত্বে থাকছেন, না নতুন নেতৃত্ব আসছে। না, সভাপতি ও সাধারণ সম্পাদককের মধ্যে কোন একজন পরিবর্তন হচ্ছেন।
গত দুই বছর যাবৎ বিশেষ করে এ বছর জুড়ে এমন আলোচনা ছিল তুঙ্গে। দলীয় নেতাকর্মী ও সমর্থকসহ সাধারণ মানুষের মাঝে একটাই প্রশ্ন, কে থাকবেন বা কে আসছেন উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে। অবশেষে ত্রি-বার্ষিক সম্মেলনের দিন-তারিখ নির্ধারিত। এবার নতুন করে সংঘাতের আশংকা তৃণমূল নেতাকর্মীদের মাঝে।
কিন্তু না, সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবং সংঘাতের আশংকা উড়িয়ে দিনে ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে আগামি তিন বছরের জন্য বর্তমান কমিটির সভাপতি আলহাজ¦ হেলাল উদ্দিন মিয়াজী ও সাধারণ সম্পাদক গাজী মাইনুদ্দিনের প্রতিই আস্থা রাখলেন কেন্দ্রিয় ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
যদিও সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের শুরুতেই দুই সভাপতি ও দুই সাধারণ সম্পাদক প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘাতের সৃষ্টি হয়। কিন্তু দলীয় নেতৃবৃন্দ এবং পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে থাকে।
সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য-নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি, সম্মানিত অতিথি চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম, বিশেষ অতিথি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য-নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী উপস্থিত ছিলেন।
এছাড়াও উদ্বোধক হিসাবে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, বিশেষ অতিথি সাবেক সাংসদ এ্যাড. নুরজাহান বেগম মুক্তা, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের মহাপরিচালক প্রকৌ. মোহাম্মদ হোসাইনসহ কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।