মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন তৃতীয়বারের (হ্যাট্রিক) মতো পৌর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী বীরমুক্তিযোদ্ধা ও হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল আদর্শ ফ্রেন্ডস কøাবের প্রতিষ্ঠাতা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী।
অসুস্থতার কারণে ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী ঢাকায় চিকিৎসাধীন থাকায় তার পক্ষে রোববার (২৭ নভেম্বর) দুপুরে পৌরসভা কার্যালয়ে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে পৌর মেয়রকে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান সাবেক ছাত্রনেতা ও বলাখাল ফ্রেন্ডস ক্লাবের সাবেক সভাপতি তছলিম আলম মজুমদার শিশির।
এ সময় কøাবের নেতৃবৃন্দের সাথে পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন কুশল বিনিময় করেন এবং চিকিৎসাধীন ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরীর খোঁজ-খবর নেন। শুভেচ্ছা বিনিময়কালে বলাখাল ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মো. মনির হোসেন, সদস্য ফয়েজ আহমেদসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।