খন্দকার আরিফ:
হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপির পক্ষ থেকে ইউনিয়নের অসহায় ও দুস্থ পরিবারের লোকদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সম্মূখে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউসুফ প্রধানীয়া সুমনের সভাপতিত্বে ও ইউপি সচিব মো. সোলায়মান মিয়ার সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম তানজীর।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য হাজী জসিম উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মনির মুন্সী, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মো. শাহআলম মুন্সি।
ওই সময় উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী বিল্লাল হোসেন, বাকিলা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান, সদর ইউনিয়ন (পূর্ব) শাখা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ফারুক খান, পশ্চিম শাখা যুবলীগের সভাপতি মনির আহমেদ, সাধারণ সম্পাদক শাহীন আলম, পৌর আওয়ামীলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বি, ইউপি সদস্য আবুল বাশার, দেলোয়ার হোসেন, মিজানুর রহমান, হেলাল উদ্দিন, মোস্তফা কামালসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।