Header Border

ঢাকা, রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ (বসন্তকাল)
শিরোনাম
ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল ধর্ষকের বিচার জনসম্মুখে কার্যকর করতে হবে : আফরোজ আব্বাস হাজীগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে দুর্ধর্ষ চুরি, থানায় অভিযোগ বাকিলায় নারিকেল গাছ নিয়ে বিরোধ, অসহায় নারীকে মারধর ও প্রাণনাশের হুমকি ফরিদগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হাজীগঞ্জ স্বর্ণকলি হাই স্কুলে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি নেতার বাড়িতে হামলা ভাংচুর লুটপাট মতলব উত্তরে ১০টি ইউনিয়নে শ্রমিক দলের কমিটি গঠন  মতলব উত্তরে আমিয়াপুর নবজাগরণ যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ মতলবে লেংটার মেলাকে কেন্দ্র করে ৫শতাদিক গাঁজার দোকান ও নৃত্যের আসর বসানোর পায়তারা

শীতে কাবু চাঁদপুরের জনজীবন

মনিরুল ইসলাম মনির:

উত্তরের হিমেল হাওয়ায় হিম হয়ে যাচ্ছে চাঁদপুরের জনজীবন। প্রচন্ড ঠান্ডা ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবন। এখনো দেখা যায়নি সূর্য্যকে। তাই মানুষ যবুথবু হয়ে কোন রকম নিজের কাজ কর্ম করেছে। তবে শীতের তীব্রতা বাড়লেও আজ বন্ধের দিন হওয়ায় মানুষ ঘর থেকে খুব কমই বের হচ্ছে। একান্ত প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না।

অন্যদিকে ঘন কুয়াশায় ৬ ঘন্টা বন্ধ থাকার পর চালু হয়েছে চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে ফেরি চলাচল। ঘন কুয়াশায় অনাকাক্সিক্ষত দুর্ঘটনা এড়াতে শুক্রবার রাত ২টা থেকে সকাল ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

এছাড়াও চাঁদপুর লঞ্চঘাটেও রাত থেকেই লঞ্চ চলাচল স্থবির হয়ে পড়ে। সকালে যে কয়েকটি লঞ্চ ছেড়ে গেছে তা মাঝ নদীতে গিয়ে বেশি দ‚র এগোতে পারেনি বলে জানা গেছে।

গত বেশ কয়েকদিন ধরে তীব্র শীতের কারণে কাজে যেতে পারছেন না অনেকে। কেউ কেউ শীতের কারণে কাজও পাচ্ছেন না। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুর মানুষ। ঘনকুয়াশার সাথে হিমেল হাওয়া আর কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার জনজীবন। শীতের তীব্রতায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।

প্রায় কয়েকদিন যাবত চাঁদপুরে এরূপ অবস্থা বিরাজ করছে। কুয়াশার সাদা চাদরে ঢাকা থাকছে চারিদিক। ঘন কুয়াশার কারণে দিনের বেলায় হেড লাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে যানবাহন। শীতের কারণে দুর্ভোগ বেড়েছে নি¤œ আয়ের খেটে খাওয়া মানুষসহ ছিন্নমূল মানুষের।

অটো রিকশা চালক কাশেম ও জিলানী জানান, ঠাÐার কারণে মানুষজন ঘর থেকে বের না হওয়ায় যাত্রীর সংখ্যা কমে গেছে। ফলে যাত্রীর সংখ্যা কমে যাওয়া পরিবার পরিজন নিয়ে খুবই বিপাকে আছি।

দিনমজুর নুরুল হক ও আবদুস সালাম বলেন, কোনো মতেই কাজ করলে পেট চলে। কাজ না করলে পেট চলে না, যে কারণে বাধ্য হয়ে কাজের সন্ধানে বের হতে হয়। কোনো দিন জোটে, কোনো দিন জোটেই না। গত কয়েকদিন যে শীত পড়ছে তাতে কাজে যোগদান করতে পারছি না।

আরো পড়ুন  হাজীগঞ্জ সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ড  বিএনপির মত বিনিময় সভা 

কৃষক সালাউদ্দিন ও মোরশেদ বলেন, শীত ও ঘন কুয়াশার কারনে জমিতে হালচাষ করতে পারছি না। বোরো আবাদ শুরু হলেও ঠান্ডার কারনে জমিতে বোরো আবাদ করতে দেরি হচ্ছে। কোথাও স‚র্যের দেখা না হওয়ায় জমিতে বীজতলা তুলতে বিপাকে রয়েছি।

চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জালাল উদ্দিন বলেন, শৈত্য প্রবাহ দীর্ঘস্থায়ী হলে বীজতলা নষ্ট হওয়ার আশংকা রয়েছে। এ বিষয়ে কৃষকদের বিভিন্ন ভাবে পরামর্শ দেয়া হচ্ছে।

 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল
ধর্ষকের বিচার জনসম্মুখে কার্যকর করতে হবে : আফরোজ আব্বাস
হাজীগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে দুর্ধর্ষ চুরি, থানায় অভিযোগ
বাকিলায় নারিকেল গাছ নিয়ে বিরোধ, অসহায় নারীকে মারধর ও প্রাণনাশের হুমকি
ফরিদগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত
হাজীগঞ্জ স্বর্ণকলি হাই স্কুলে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আরও খবর

error: Content is protected !!