মনিরুল ইসলাম মনির :
মাওলানা মুফতি গিয়াস উদ্দিন আত্ব তাহেরী বলেছেন, ইসলামের সংবিধিবদ্ধ রীতিনীতি, বিধিবিধান সম্বলিত ঐশীগ্রন্থ পবিত্র আল কোরআন হচ্ছে তাবৎ বিশ্ববাসীর জন্য পথ নির্দেশক। যেটির মর্মবাণীর নিরবচ্ছিন্ন প্রচারের মাধ্যমে মহানবী (দ.) তৎকালীন সবচেয়ে বর্বর আরব জনগোষ্ঠীকে পৃথিবীর সর্বাপেক্ষা শ্রেষ্ঠতম সুশীল জাতিতে পরিণত করেছিলেন। পবিত্র কোরআনের মধ্যেই নিহিত রয়েছে সাম্য ও শান্তির ফলগুধারা। কিন্তু এখন মানুষ কোরআন বিমুখ। কোরআন বিমুখতাই এখন বিশ্বশান্তির বড় অন্তরায়।
৮ ফেব্রæয়ারি দুপুরে মতলব উত্তর উপজেলার খালপাড় দুর্গাপুর নূর মদিনা জামে মসজিদের উদ্যোগে ৭ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান বক্তার বয়ানে তিনি এ কথা বলেন।
মুফতি গিয়াস উদ্দিন আত্ব তাহেরী বলেছেন, মানবজাতির ইহ ও পরকালীন শান্তি এবং মুক্তির একমাত্র গাইড পবিত্র ঐশী গ্রন্থ আল-কোরআন। যেটির পঠন-পাঠনসহ সর্বক্ষেত্রে নিহিত রয়েছে কেবলই কল্যাণ। কোরআনের মর্মবাণীর মাহাত্ম-গুরুত্ব উপেক্ষিত হওয়ায় মুসলিম কমিউনিটিতে অনৈক্য-বিভক্তি ও বিভাজন বর্ধিঞ্চু। অপসংস্কৃতির করাল গ্রাসে আমাদের গোটা সমাজ ব্যবস্থাই ক্ষত-বিক্ষত। বেহায়াপনা, অশ্লীলতার সংস্কৃতির সাথে মিশে আমাদের সংস্কৃতি একাকার হয়ে গেছে।
বিশেষ বক্তার বয়ান রাখেন, মুফতি মো. শামসুজ্জামান আল-কাদেরী, হাফেজ মাওলানা ওবায়েদ উল্লাহ, হাফেজ মাওলানা খালেদ সাইফুল্লাহ চাঁদপুরী, হাফেজ মাওলানা জুবায়ের আহম্মেদ মোহনপুরী।
ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ছিলেন, মো. আহসান উল্লাহ প্রধান। বিশেষ অতিথি ছিলেন, শামীম প্রধান, হাজী মো. মোহন বেপারী। ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন- হাজী মো. বিল্লাল হোসেন মুন্সি। পরিচালনা করেন, মাওলানা তাইছির আহমেদ ও হাফেজ মো. মনির হোসেন।