Header Border

ঢাকা, শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ (বসন্তকাল)
শিরোনাম
শাহরাস্তি মডেল স্কুলের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শাহরাস্তি পৌর শ্রমিক দলের ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা মাতৃভাষা দিবসে বায়তুল ফালাহ ওয়েলফেয়ার সোসাইটির ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেন শাহরাস্তিতে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রশাসনের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ২১ ফেব্রুয়ারিকে ঘিরে চাঁদপুর শহরে ফুলের জমজমাট ব্যবসা  হাজীগঞ্জে জগন্নাথপুর সপ্রাবির বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ শাহরাস্তিতে নূর ভিশন তাহফিজুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান শাহরাস্তিতে বড় ভাই কর্তৃক ছোট ভাইয়ের সম্পত্তি দখলের চেষ্টা ডাকাতিয়া নদীর তীরে পাবলিক টয়লেট নির্মাণের অভিযোগ চাঁদপুর শ্রম কল্যাণ কেন্দ্র এবং ‘বিজয়ীর’ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

পালিশারা মদিনাতুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায়

মোহাম্মদ হাবীব উল্যাহ্:
হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা মদিনাতুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ, দোয়া ও মোনাজাত এবং মাদরাসা হতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২০ মার্চ) সকালে মাদরাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ মিলাদ, দোয়া ও মোনাজাত এবং বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক মানবখবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক, মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি, হাজীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুনছুর আহমেদ বিপ্লব। তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, বেলচোঁ কারিমাবাদ ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মো. মিজানুর রহমান আশ্রাফী।
মাদরাসার সুপার মো. আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী নুরুর রহমান বেলাল, মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য শাহজাহান মিয়াজী, ফরিদগঞ্জের লাউতলী নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদিউজ্জামান, শাহরাস্তির টামটা দক্ষিণ ইউনিয়নের টামটা উচ্চ বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক মো. আমির হোসেন।
সহ-সুপার মো. মোস্তফা কামাল ও শিক্ষক মো. একরামুল্লাহ’র যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন, সংবর্ধিত বিদায়ী অতিথি ও মাদরাসার সাবেক মৌলভী মাওলানা মো. আবু বকর ছিদ্দিক মিয়াজী, পালিশারা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মাখন পাটওয়ারী, মাদরাসা পরিচালনা সদস্য লোকমান হোসেন মজুমদার ও নাছির উদ্দিন মজুমদার, মাওলানা শাহদাত হোসনে প্রমুখ।
বক্তব্য শেষে সংবর্ধিত অতিথি সাবেক ও বিদায়ী শিক্ষক মো. বদিউজ্জামান, মো. আমির হোসেন ও অবসরপ্রাপ্ত শিক্ষক মৌলভী মাওলানা মো. আবু বকর ছিদ্দিক মিয়াজী সম্মনানা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, অধ্যয়নরত শিক্ষার্থী মো. মিল্লাদ হোসেন এবং শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় মাদরাসা পরিচালনা পর্ষদের সদস্য মো. বেলায়েত হোসেন, মো. হারুন অর রশিদ. মো. বোরহান উদ্দিনসহ অন্যান্য অতিথিবৃন্দ, স্থানীয় ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদরাসার শিক্ষক, বিদায়ী ও অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন  বরুড়ায় পৌষ সংক্রান্তিতে পুরাতন ঐতিহ্য বুড়ির ঘর ও নগর কীর্তন অনুষ্টিত

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

শাহরাস্তি মডেল স্কুলের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
শাহরাস্তি পৌর শ্রমিক দলের ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
মাতৃভাষা দিবসে বায়তুল ফালাহ ওয়েলফেয়ার সোসাইটির ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেন
শাহরাস্তিতে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রশাসনের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
২১ ফেব্রুয়ারিকে ঘিরে চাঁদপুর শহরে ফুলের জমজমাট ব্যবসা 
হাজীগঞ্জে জগন্নাথপুর সপ্রাবির বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ

আরও খবর

error: Content is protected !!