মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
হাজীগঞ্জে ১৩ বছর বয়সি এক কিশোরীকে দলবেধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. সোহেল হোসেন (২২) নামের এক যুবককে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত অজ্ঞাত ২ জন আসামি পলাতক এবং গুরুতর আহত কিশোরী চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের নওহাটা গ্রামের মাস্টার বাড়ির পুকুর পাড় সংলগ্ন বাঁশঝাড়ে এ ঘটনা ঘটে। আটক সোহেল হোসেন ওই গ্রামের চকিদার বাড়ির জিতু মিয়ার ছেলে। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কিশোরীর বাবা।
অভিযোগ সূত্রে জানা গেছে, এ দিন রাতে পারিবারিক কাজে বসতঘরের বাহিরে ছিলেন কিশোরীর পরিবারের লোকজন। পরে তারা রাত আনুমানিক ৯টার দিকে ঘরে এসে কিশোরীকে দেখতে না পেয়ে খুঁজতে বের হন। পরে মাস্টার বাড়ির পুকুর পাড় সংলগ্ন বাঁশঝাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় তারা কিশোরীকে উদ্ধার করেন।
এরপর আহত কিশোরীকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার শারিরিক অবস্থার কিছু উন্নতি হলে কিশোরী বিস্তারিত তার বাবা ও মাকে জানান। এরপর কিশোরীর বাবা হাজীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, কিশোরীর বাবা ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে নামীয় ১জন ও অজ্ঞাত ২ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত একজনকে আটক এবং অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
https://www.facebook.com/rknews71/