চাঁদপুরের হাজীগঞ্জে নামাজ শিক্ষার বইয়ের কথা বলে পাকিস্তানের জামায়াত ইসলামের প্রতিষ্ঠাতা সাইয়েদ আ’লা মওদূদীর প্রকাশিত ৩টি বই ১৮ জন মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে বিতরন করার অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (২৯ অক্টোবর) উপজেলার ৭নং পশ্চিম বড়কুল ইউনিয়নের রামচন্দ্রপুর কাছিমিয়া সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসার সপ্তম শ্রেনীর শিক্ষার্থীদের মাঝে বই বিতরন করা হয়।
জানা যায়, চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের কামরাঙা এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে রামচন্দ্রপুর কাছিমিয়া সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসার ৭ম শ্রেনীর শিক্ষক জামায়াত নেতা মিজানুর রহমান এই ক্লাশের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের খবর পেয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আঃ রশিদ ও ওসি তদন্ত নজরুল ইসলাম মাদ্রাসায় আসেন।
হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের উপস্থিতিতে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ শামসুদ্দিন ও অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমানকে বিতরণ করা ১৮টি বই সহ হাজীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিকের কাছে সোর্পদ করেন।
শিক্ষক মিজানুর রহমান দীর্ঘদিন যাবত মাদ্রাসা শিক্ষার্থীদেরকে জামায়াতে ইসলামের বিভিন্ন বই, সংগঠন কিভাবে করতে হয় নানা কৌশল শিখিয়ে আসছেন।
পরে হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে রজনীগন্ধা মার্কেটের ইসলামীয়া লাইব্রেরী থেকে জামায়াত ইসলাম সংগঠনের প্রতিষ্ঠাতা সাইয়েদ আ’লা মওদূদীর, নামাজ রোজার হাকিকত, ইসলামী আন্দোলনের প্রাথমিক পুঁজি, জামায়াতে ইসলামের গঠনতন্ত্রের প্রায় ৫০০ বই জব্দ করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, যে কোন শিক্ষকের অপকর্মের জন্য তিনি নিজেই দায়ী থাকবেন। ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী যা করনীয় ওনারা তাই করবেন।
অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসেম হাসু বলেন, জামায়াত ইসলাম নিষিদ্ধ একটি সংগঠন। এই শিক্ষক প্রতিষ্ঠানে কিভাবে শিক্ষার্থীদের হাতে বই বিতরন করলো এর কঠিন শাস্তি হবে।