বেগম খালেদা জিয়া, জাতীয় নেতৃবৃন্দ ও হাজীগঞ্জ শাহরাস্তির বিএনপির গ্রেফতার করা নেতৃবৃন্দর নিঃশর্ত মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন করা হয়েছে।
২ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মমিনুল হক।
এসময় তিনি তার বক্তব্যে বলেন,কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী হাজীগঞ্জের ন্যায় সারা বাংলাদেশে শান্তিপূর্ণ ভাবে হরতাল ও অবরোধ পালন করে
আসছে নেতাকর্মীরা। কিন্ত পুলিশ হাজীগঞ্জ-শাহরাস্তিতে মামলা দিয়ে আমাদের নেতাকর্মীদের আটক করছে। আটককৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি কামনা করছি এবং মিথ্যা মামলা গ্রেফতার বন্ধ রাখার জন্য প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি।
আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে আন্দোলনের ঘোষনা দিবেন নেতাকর্মীদের রাজপথে থাকার জন্য তিনি আহবান জানান।
ওই সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারী, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আলী আকবর, সাংগঠনিক সম্পাদক এম এ নাফের শাহ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আবুল খায়ের মজুমদার, উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক মো. হুমায়ন কবির সুমন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. বিল্লাল হোসেন বেলাল,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জুয়েল রানা তালুকদারসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।