বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে হাজীগঞ্জের হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) দুপুরে নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক, বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবির লিটন।
প্রধান শিক্ষক জোৎস্না আক্তারের সভাপতিত্বে বই উৎসবে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন, বিদ্যালয়ের সভাপতি। একই সময়ে অভিভাবকদের উদ্দেশ্যে নতুন কারিকুলাম বিষয়ে বিস্তারিত তুলে ধরেন শিক্ষকরা।
সিনিয়র শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হকের উপস্থাপনায় বই উৎসবে আরো বক্তব্য দেন, পরিচালনা পর্ষদের সদস্য ওমর ফারুক মজুমদার ও মো. সফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান ও নুরুন নাহার।
এসময় অন্যান্য অতিথিবৃন্দ, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সফিকুল ইসলাম, আবুল কাশেম, রুনা লায়লা, আল মামুন, জহিরুল ইসলামসহ অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।