Header Border

ঢাকা, বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ (বসন্তকাল)
শিরোনাম
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র উদ্যোগে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভার আয়োজন করা হয়েছে হাজীগঞ্জে স্বাধীনতা ও জাতীয়তা দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজট মুক্ত রাখতে অনড় কাঁচপুর হাইওয়ে পুলিশ নারায়ণগঞ্জে শ্রমিকের সুবিধার্থে ওএমএস ও টিসিবি ট্রাক সেলের কার্যক্রমের সময় বৃদ্ধি  সিদ্ধিরগঞ্জে দিনে দুপুরে অবৈধভাবে ফিলিং স্টেশনের গ্যাস বিক্রি ৫ই আগস্ট অন্তর্বাস নিয়ে উল্লাসের পরই দেশে ধর্ষণের ঘটনা বেড়ে গেছে: আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোসাদ্দেসী সাইবার নিরাপত্তায় কাজ করে মানুষের আস্থা অর্জন করেছে ফরিদগঞ্জের মাহিন উল হাসান শুভ। নারী নির্যাতন ও ধর্ষণের বিচারের দাবীতে কচুয়ায় মানববন্ধন হাজীগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মতলব উত্তরে দূর্গাপুর ইউনিয়নের বিএনপির ইফতার মাহফিল 

হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

গুনগত শিক্ষা নিশ্চিতকরণে হাজীগঞ্জ পৌরসভাধীন হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের এডহক কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য খালেদুর রব মিঠুর সভাপতিত্বে সোমবার (৪ মার্চ) সকালে বিদ্যালয় মাঠে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, গুনগত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাতে আমাদের বিদ্যালয়ে শিক্ষক বেশি রয়েছেন। বিদ্যালয়ে নিয়মিত পাঠদান, অভিভাবকদের সাথে যোগাযোগ ও এক্সটা কারিকুলামের অংশ হিসাবে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। বর্তমানে একটি একাডেমিক ভবন নির্মানের কাজ শেষের পথে। আরো একটি ভবনের জন্য সংসদ সদস্য মহোদয়ের সাথে আমরা কথা বলবো।
তিনি আরো বলেন, বিদ্যালয়ের ক্যাচম্যান্ট এরিয়ার মধ্যে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণে আমরা খোঁজ-খবর নিয়ে থাকি। যেন কোন শিক্ষার্থী ইভটিজিংয়ের শিকার না হয়। তারপরও কোন শিক্ষার্থী বা অভিভাবক যদি কোথাও কোন সমস্যা মনে করেন, বা আপনাদের কোন মতামত কিংবা পরামর্শ থাকে, তাহলে আমাদেরকে অবহিত করবেন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
সমাবেশে অতিথি হিসাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম তাঁর বক্তব্যে বলেন, গুনগত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বয় থাকতে হবে। পাশাপাশি যার যার ধর্মীয় মূল্যবোধ নিশ্চিত করা হলে ওই শিক্ষার্থী সফলতা অর্জন করতে পারবে।
তিনি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিদ্যালয় ছুটির পর আপনার সন্তান যথাসময়ে বাড়ি ফিরছে কিনা? কারো সাথে আড্ডা দিচ্ছে কিনা? দেরিতে বাড়ি ফিরলে, আড্ডা দিলে, কারণ জানতে চাইবেন এবং যথাসময়ে তার বাড়ি ফেরা নিশ্চিত করবেন। আপনার সন্তানকে মোবাইল নয়, বই পড়তে উৎসাহিত করুন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মো. আকবার হোসাইনের উপস্থাপনায় সমাবেশে আরও বক্তব্য দেন, পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য ফাতেমা আক্তার ও শিক্ষক প্রতিনিধি মো. মিজানুর রহমান তুহিন, সিনিয়র শিক্ষক মো. ইউনুছ প্রমুখ।
এ সময় অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন, মো. শরীফুল ইসলাম, মো. মাসুদ হোসেন, নাজমুল আহসান নয়ন, গাজী নাছির উদ্দিন, মো. বিল্লাল হোসেন বেলাল, নাদিরা পারভীন, হাছানুজ্জামান, তানিয়া আক্তার, মো. আসাদুজ্জামান, ইমাম হোসেন, মো. শাহপরান মজুমদার ও শ্যামল কান্তি শর্মা।

সমাবেশের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, শিক্ষার্থী তাসনিয়াহ সুমাইয়া ও গীতা থেকে পাঠ করেন মৃত্তিকা দাস। এসময় অন্যান্য অতিথিবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন  হাজীগঞ্জের সুহিলপুর উচ্চ বিদ্যালয়ে উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করলেন মেজর রফিক | Rknews71

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

স্বপ্নের সিলেট: পাহাড়, নদী আর সাদা পাথরের রূপকথা
শিক্ষার্থী জাবীন ইসলাম সাবা’র কৃতিত্ব
হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ইকরা কিন্ডারগার্টেন কর্তৃক আয়োজিত নবীন বরণ মনোজ্ঞ সংস্কৃতি সন্ধ্যা।
‘রুস্তমপুর সমাজ কল্যাণ ক্লাব’র ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন
বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আরও খবর

error: Content is protected !!