হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ মে (শনিবার) বিকালে হাজীগঞ্জ উপজেলার সোনাইমুড়ীরস্থ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
হাজিগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব ইমাম হোসেনের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারীর পরিচালনায় মতবিনিময়ে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ইঞ্জিঃ মমিনুল হক।
এই সময় মতবিনিময় সভায়, হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী চেয়ারম্যান পদপার্থী বিএনপির নেতা আবু সুফিয়ান রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোসা: রাবেয়া আক্তার রুবিকে বিএনপি থেকে বহিস্কারাদেশ বিষয়ে উপজেলা ও পৌরসভা বিএনপি নেতাকর্মীদের অবহিত করা হয়। একই সাথে নেতাকর্মীদের আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের ভোট বর্জনের আহ্বান জানানো হয়।
এই সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাফের শাহ,
পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টো, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন দুলাল, বিল্লাল হোসেন, স্বপন চেয়ারম্যানসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।