হাজীগঞ্জের অভিনব কৌশলে ৬ কেজি গাঁজা পাচার কালে দুই মাদক ব্যবসায়ি’কে আটক করেছে হাজীগঞ্জ থান পুলিশ।
১০ মে (শুক্রবার) দুপুরের হাজীগঞ্জের বিশ্বরোড এলাকায় হাজীগঞ্জ থানার উপপরিদর্শক আবু নছর নিপু ও এএসআই আলমগীরের নেতৃত্বে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি কালে একটি সিএনজির পিছনে একটি সিটের পরিবর্তনে দুইটি সিটে দেখে সন্দেহ করে পুলিশ। এই সময় সেটের ভিতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৬ কেজি গাঁজা উদ্ধার করে। সেই সময় গাঁজাসহ হাতেনাতে আটক করা হয় দুই মাদক কারবারিকে।
আটককৃত মাদক কারবারিরা হলো, কুমিল্লা জেলার গাজীপুর উপজেলার কাউসার (২৪), কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের সোহেল (২৭)।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসবাদে জানায়। কুমিল্লা সীমান্ত এলাকা থেকে সরাসরি তারা গাঁজা বহন করে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে। তারই ন্যায় আজ কুমিল্লা থেকে হাজীগঞ্জে গাঁজা বহন করে নিয়ে আসলে আমরা তাদেরকে আটক করতে সক্ষম হই। তাদের মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।