হাজীগঞ্জে এক প্রবাসীর টাকা-পয়সা ও স্বর্ণ নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে উধাও হয়ে গেছে এক গৃহবধূ। এই বিষয় হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী ওই প্রবাসীর ভাই।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিলে হাজীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড় লালু সদাগর বেপারী বাড়ির রশিদ মিয়ার ছেলে মেহেদী হাসান মানিকের স্ত্রী খাদিজা বেগম তার পরকীয়া প্রেমিক মহিউদ্দিন সোহাগের সাথে নগদ এক লক্ষ ৫০ হাজার টাকা ও ৫ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ছয় ভরি স্বর্ণ নিয়ে বাড়ি থেকে উধাও হয়ে যায়।
বর্তমানে তার খোঁজ না পাওয়ায় প্রবাসী মেহেদী হাসানের ভাই আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে গত ২৩ এপ্রিল
হাজীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
জানাযায়, পরকীয়া প্রেমিক মহিউদ্দিন সোহাগ সম্পর্কে প্রবাসী মেহেদি হাসান মানিকের চাচাতো ভাই হয়। তিনি রেন্ট-কারের ব্যবসার করেন।
এই বিষয়ে প্রবাসী মেহেদী হাসান মানিক বলেন, আমি একজন প্রবাসী। আমার সবকিছু কেড়ে নিয়ে আমাকে সর্বহারা করে দিয়েছে। আমি এর বিচার চাই। আমি আইনের আশ্রয় নিয়েছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।
এই বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এস আই মনির বলেন, তিনি অভিযোগ করে থানায় এসে মৌখিক ভাবে জানান যে, আপাতত আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই আমি কোর্টে মামলা করবো মর্মে আমাকে জানান।