মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
সামান্য বৃষ্টি হলেই হাজীগঞ্জের বাকিলা বাজারের কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের দুই পাশে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সংস্কার আর সচেতনার অভাবে কয়েক বছর ধরে জলাবদ্ধতার পাশাপাশি নিয়মিত কদমাক্ত ও ময়লা-আবর্জনায় ভরে থাকে। এতে দুর্গন্ধে অতিষ্ট হয়ে পড়েছেন বাজার ব্যবসায়ীরা।
এ ছাড়াও বাজারে আসা ক্রেতা ও পথচারী এবং বিদ্যালয়ে আসা শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। তাই বাজারের জলাবদ্ধতা দূরীকরণ এবং ময়লা-আবর্জনা অপসারণসহ নিয়মিত পরিস্কার ও পরিচ্ছন্ন রাখতে প্রশাসন, ইউনিয়ন পরিষদসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন ব্যবসায়ী, স্থানীয় ও এলাকার লোকজন।