চাঁদপুরের শাহরাস্তিতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ৩ জুন সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফলন উৎপাদন প্রকল্পের (১ম সংশোধিত) রবি/ ২০২৩-২৪ মৌসুমে বাস্তবায়িত হোসেনপুর কৃষক মাঠ স্কুল (ডিটি-সবজি) এর এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ আক্তাতারুজ্জামান। উপজেলা কৃষি অফিসার আয়শা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিচালক ড. সাফায়েত আহমেদ সিদ্দিকী, জেলা প্রশিক্ষণ অফিসার সাইফুল হাসান আলামিন।
এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃষ্ণচন্দ্র দাস, উপ-সহকারী কৃষি অফিসার, সাংবাদিক ও অন্যান্য অতিথি এবং কৃষক, কৃষানীবৃন্দ।