সারাদেশে কোটা সংস্কারের দাবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চাঁদপুরের হাজীগঞ্জ থানায় দায়েরকৃত চারটি মামলায় পুলিশের হাতে এ পর্যন্ত ২৫ জন গ্রেফতার হয়েছেন। এর মধ্যে শনিবার (২৭ জুলাই) ৮ জনকে আদালতে হাজির করলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশন দেন।
গ্রেফতারকৃত ৮ জনের মধ্যে ৫ জন জামায়াতে ইসলামী ও ৩ জন বিএনপির রাজনীতির সাথে জড়িত। এর আগে কোটা সংস্কারের দাবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সংশ্লিষ্ট ও জড়িত থাকার অভিযোগে শুক্রবার (২৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে হাজীগঞ্জের টোরাগড়, এনায়েতপুর ও কাজিরগাঁওয়ে সংঘর্ষ, হামলা, ভাংচুর ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ চারটি মামলা (নং- ১৫, ১৬, ১৭ ও ১৮) দায়ের করে। মামলায় নামীয় ১৭৮ জনসহ অজ্ঞাত অনেককে আসামি করা হয়েছে এবং অধিকাংশ আসামিই বিএনপি-জামাতের নেতাকর্মী ও সমর্থক।
চারটি মামলার মধ্যে ১৮ জুলাই (বৃহস্পতিবার) টোরাগড়ে সংঘর্ষ, হামলা ও ভাংচুরের ঘটনায় নামীয় ৫১ জন, ১৯ জুলাই (শুক্রবার) এনায়েতপুরে সংঘর্ষ, হামলা ও ভাংচুরের ঘটনায় নামীয় ৫৩ জন এবং একই দিনে টোরাগড়ে সংঘর্ষ, হামলা, ভাংচুর, সড়ক ও একটি পিকআপে অগ্নিসংযোগের ঘটনায় নামীয় ৫৬ জনকে আসামি করা হয়েছে। এই তিনটি মামলায় অজ্ঞাত অনেক আসামি করা হয়।
এছাড়াও শুক্রবার (১৯ জুলাই) রাতে মকিমাবাদ ও কাজিরগাঁও গ্রামের সংযোগস্থল চাঁদপুর-লাকসাম রেলসড়কের ক্রসিং এলাকায় একই সময়ে রামগঞ্জ-হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর আঞ্চলিক মহাসড়কে সিমেন্টবাহী একটি কার্ভাডভ্যানে পেট্টল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এই ঘটনায় ১৮ জনকে নামীয় ও অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করা হয়। এতে ট্রাকের হেলপার আব্দুল মজিদ (২৮) দগ্ধ হয়ে ২৫ জুলাই বৃহস্পতিবার রাতে মারা যান।
এদিকে গত ১৮ ও ১৯ জুলাই (বৃহস্পতিবার ও শুক্রবার) সংর্ঘষ, হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর দায়েরকৃত চারটি মামলায় শনিবার (২৭ জুলাই) পর্যন্ত ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সবাই বিএনপি-জামায়াতের নেতাকর্মী।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, ঘটনার সাথে যাদের সংশ্লিষ্টতা রয়েছে, পুলিশ তাদেরকে গ্রেফতার করছে। তিনি বলেন, হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের সাথে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে।