বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বিএনপি গণমানুষের দল। চাঁদাবাজি করার জন্য বিএনপির জন্ম হয়নি। বিএনপির জন্ম হয়েছে মানুষের সেবা করার জন্য। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জনগণের কাছে আমাদের যে কমিটম্যাণ্ট তা রক্ষা করার জন্যই তারেক রহমানের নির্দেশে আমরা কাজ করছি।
বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৪ টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করতে প্রচারণামূলক র্যালিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসিক ১ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত র্যালিতে মামুন মাহমুদ আরো বলেন, বিএনপি সবসময় যে কোন প্রাকৃতিক দুর্যোগ কবলিত মানুষের পাশে থাকে। কিছুদিন আগে ফেনিসহ দেশের পূর্বাঞ্চলীয় এলাকায় বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি। এখন ডেঙ্গুর ভায়াবহ প্রাদুর্ভাব শুরু হয়েছে। তাই ডেঙ্গু প্রতিরোধে মানুষকে সচেতন করে তুলতে বিএনপির পক্ষ থেকে ১ মাসের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জের প্রতিটি ওয়ার্ড এলাকায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি পালন করা হবে।
নাসিক এক নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গাজী মনির হোসেনের সভাপতিত্বে এ র্যালিতে অংশ নেন, বিএনপি নেতা অকিল উদ্দিন ভূঁইয়া, মনির হোসেন, আক্তারুজ্জামান মৃধা, আফজাল হোসেন, শাহ আলম মাস্টার, ফারহান মেহেদী, জাহাঙ্গীর হোসেন, গুলজার হোসেন, জুয়েল রানা, বাবুল প্রধান, মো. জুয়েল রানা, রাকিবুল দেওয়ান, আব্দুস সামাদ খান, দেলোয়ার হোসেন, সোহেল রহমান, ফারহান আহমেদ রুবেল, মাঈনুল ইসলাম, ফারুক হোসেন, মোস্তাফিজুর রহমান শাহিন, সিফাতুর রহমান রাজু ও জিতু প্রমুখ।