এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”এই শ্লোগানে কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের তেগুরিয়া ওবায়দুল হক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের মাঠে অনাড়ম্বর সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বিভিন্ন ইভেন্ট বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন,বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি কচুয়া উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের পাটোয়ারীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ইব্রাহীম খলিল স্বপনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহছানুল হক মিলন সমর্থিত কচুয়া উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহীন পাএটোয়ারী, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী দেলোয়ার হোসেনসহ আরো অনেকে ।
বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ দেয়ার জন্য সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহছানুল হক মিলনের পক্ষে তাঁর লেখামূল্যবান বই, নগদ অর্থ ও বিভিন্ন বিশেষ পুরস্কার শিক্ষার্থীদের হাতে তুলে দেন কচুয়া উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহীন পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী দেলোয়ার হোসেনসহ আরো অনেকে ।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ , বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষাথী উপস্থিত ছিলেন ,বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।