চাঁদপুরের হাজীগঞ্জে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শুকুর আলম গাজী ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪ নেতাসহ মোট ৫ জনকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে তারা আদালতে আত্মসমর্পণ করলে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামছুন্নাহার তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের নির্দেশে কারাগারে যাওয়া আসামিরা হলে, মহিন উদ্দিন (২৫) – পৌর ছাত্রলীগ নেতা ও মকিমাবাদ এলাকার বাসিন্দা (১৩নং আসামি)। রাসেল ওরফে গোদা রাসেল (৩০) – একই মহল্লার বাসিন্দা (১৪নং আসামি)। নুরে ফজলে আদর (২৫) – উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক (১৯নং আসামি)। রায়হান কাশারি জাবেদ (২৫) – উপজেলা ছাত্রলীগ নেতা (২০নং আসামি)। শুকুর আলম গাজী (৪৮) – হাজীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক (১৫নং আসামি)।
গত বছরের ৪ আগস্ট কোটা সংস্কার আন্দোলনের সময় হাজীগঞ্জ পৌরসভার যুবদল আহ্বায়ক মিজানুর রহমান সেলিমের ইলেকট্রনিক পণ্যের শোরুম ও গুদামে হামলা চালানো হয়। হামলাকারীরা দোকান ভাঙচুরের পাশাপাশি মূল্যবান মালামাল লুট করে, যার ফলে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
এ ঘটনায় হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত শেষে আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর অভিযুক্তরা জামিন নিতে আদালতে হাজির হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে। তিনি বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।”