Header Border

ঢাকা, শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ (বসন্তকাল)
শিরোনাম
২১ ফেব্রুয়ারিকে ঘিরে চাঁদপুর শহরে ফুলের জমজমাট ব্যবসা  হাজীগঞ্জে জগন্নাথপুর সপ্রাবির বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ শাহরাস্তিতে নূর ভিশন তাহফিজুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান শাহরাস্তিতে বড় ভাই কর্তৃক ছোট ভাইয়ের সম্পত্তি দখলের চেষ্টা ডাকাতিয়া নদীর তীরে পাবলিক টয়লেট নির্মাণের অভিযোগ চাঁদপুর শ্রম কল্যাণ কেন্দ্র এবং ‘বিজয়ীর’ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  শনিবার উয়ারুক উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা দিবেন অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডাঃ তানভীর বেলচোঁ কারিমাবাদ মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় হাজীগঞ্জে ফ্রেশ সিরামিকসের এক্সক্লুসিভ শো-রুমের উদ্বোধন  ফরিদগঞ্জে তারুণ্য উৎসবের সমাপনী দিনে লেখক ফোরাম’র সাংস্কৃতিক অনুষ্ঠান

অনলাইন গণমাধ্যমে ‘ফ্যাক্ট চেক’ ও সত্যতা যাচাই করা খুব জরুরি: ইউএনও মাহমুদা কুলসুম মনি 

সংবাদের জন্য মানুষের দীর্ঘ অপেক্ষার দিন শেষ হয়েছে। অনলাইন গণমাধ্যমের কল্যাণে মুহূর্তের মধ্যেই বিভিন্ন সংবাদ এখন পাঠকের কাছে পৌঁছে যায়। ফলে অনলাইন গণমাধ্যমই হয়ে উঠেছে মানুষের ভরসাস্থল। তাই অনলাইন গণমাধ্যমে ‘ফ্যাক্ট চেক’ ও সত্যতা যাচাই করা খুব জরুরি। গণমাধ্যমগুলোকে সত্য-মিথ্যা যাচাই করে সংবাদ প্রকাশ করার বিষয়ে গুরুত্ব দিতে হবে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মতলব উত্তর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের অভিষেক ও সংবর্ধণা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি। এসময় তিনি অনলাইন গণমাধ্যমগুলোকে নিয়ম মেনে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজকে সচেতন করার আহ্বান জানান।
মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমানে সঞ্চালনায় অনলাইন গণমাধ্যমের উপর গুরুত্বারোপ করে এসময় বক্তব্য রাখেন ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল, উপজেলা প্রকৌশলী মো. মনির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম প্রধান, মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মাহবুব আলম লাভলু, মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান মা’য়াজ, কৃষি বিষয়ক সম্পাদক আতাউর রহমান প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, ছেংগারচর পৌর বাজার বনিক সমিতির সভাপতি মান্নান লস্কর, বিশিষ্ট ব্যবসায়ী আবু সাইদ বেপারী, মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক সময়ের আলোর স্টাফ রিপোর্টার কামরুজ্জামান হারুন।
পরে বিকেলে ছেংগারচর বাজারের স্কুল রোডস্থ নুরুল আবেদীন নিউমার্কেটে প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্ধোধন করেন ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল। এসময় অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কাগজে ছাপার জন্য সংবাদের একটি নির্দিষ্ট সময়সীমা ছিল। রাত ৮টার পরে যত গুরুত্বপ‍ূর্ণ সংবাদই হোক তা ছাপা যেতো না। কিন্তু অনলাইন গণমাধ্যম সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দিন রাত ২৪ ঘণ্টাই সংবাদ পরিবেশনে সক্ষম। যার কারণে পাঠক যেকোনো সময়ের সংবাদ মুহূর্তেই পেয়ে যান। প্রযুক্তির এ যুগে কাগজে ছাপা সংবাদের দিন শেষ হয়ে আসছে বলেও মন্তব্য করেন তারা।
প্রিন্ট পত্রিকা গুলো একটি নির্দিষ্ট পরিমাণ সার্কুলেশনে সীমাবদ্ধ থাকলেও অনলাইন পোর্টাল গুলোর নিউজ মিলিয়ন মিলিয়ন পাঠকের কাছে পৌঁছে যায় সহজে।
অনলাইন প্রেসক্লাবের সদস্যরা কঠোর পরিশ্রমের মাধ্যমে সংবাদ সংগ্রহ করেন এবং তা মুহূর্তেই প্রকাশ করার মাধ্যমে পাঠকের কাছে পৌঁছে দেন। কাগজের পত্রিকায় প্রকাশিত খবর একদিন পর পাঠকের কাছে পৌঁছানোর কথা উল্লেখ করে তিনি বলেন, অনলাইন পত্রিকাগুলোর যাত্রা শুরুর পর থেকে দৈনিক পত্রিকাগুলোর গুরুত্ব কমে গেছে।
আরো পড়ুন  ফরিদগঞ্জে খান ফাউন্ডেশনের উদ্যোগে রামদাসেরবাগ তা'লীমুল কুরআন নূরানী মাদ্রাসায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

২১ ফেব্রুয়ারিকে ঘিরে চাঁদপুর শহরে ফুলের জমজমাট ব্যবসা 
হাজীগঞ্জে জগন্নাথপুর সপ্রাবির বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ
শাহরাস্তিতে নূর ভিশন তাহফিজুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান
শাহরাস্তিতে বড় ভাই কর্তৃক ছোট ভাইয়ের সম্পত্তি দখলের চেষ্টা
ডাকাতিয়া নদীর তীরে পাবলিক টয়লেট নির্মাণের অভিযোগ
চাঁদপুর শ্রম কল্যাণ কেন্দ্র এবং ‘বিজয়ীর’ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

আরও খবর

error: Content is protected !!