হাজীগঞ্জে জেলাপ্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ৪’শ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ও ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রæয়ারী) দুপুরে মো. শরীফ নামের এক ব্যক্তিকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) রিফাত জাহান।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এ দিন দুপুরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভাধীন ধেররা এলাকায় একটি ইজিবাইক থেকে ৪’শ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এসময় নিষিদ্ধ পলিথিন পরিবহনের দ্বায়ে শরীফ নামের এক ব্যক্তিকে পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন, ২০১০ এর ৬ক দন্ড ১৫ (১) এর ৪ (খ) ধারায় নগদ ৩০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে নিষিদ্ধ পলিথিন জব্দের প্রসিকিউশন প্রদান করেন, চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালন মো. হান্নান।
বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান জানান, নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, প্রদর্শন, মজদু ও বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন বা ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহৃত থাকবে।