যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হামলা চালানোর প্রতিবাদে হাজীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এদিন মিছিলটি পশ্চিম বাজার থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় পশ্চিম বাজারস্থ চৌরাস্তায় গিয়ে শেষ হয়।
ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ মিছিলে বিশ্ব মুসলিম ঐক্য গড়ো, ফিলিস্তিন স্বাধীন করো’, ‘দুনিয়ার মুসলিম, এক হও লড়াই করো’, ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন, স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিন’, সহ বিভিন্ন স্লোগান দেন। একই সময়ে তারা ইসরায়েলের শাস্তি দাবী করেন।
উপজেলা যুব আন্দোলনের সভাপতি মাও. নূরে আলম সিদ্দিকীর নেতৃত্বে মিছিলে জাতীয় ওলামা মাশায়েশ আইম্মা পরিষদের উপজেলা সভাপতি মুফতি মো. আনোয়ার হোসেন, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি প্রিন্সিপাল এম.এ মতিন, সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ খোরশেদ আলম সর্দার, সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সেক্রেটারী হাফেজ মো. শাহাদাত হোসেন প্রধানীয়া উপস্থিত ছিলেন।
এছাড়াও ইসলামী আন্দোলনের উপজেলা প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মুহাম্মদ কামাল গাজী, পৌর সভাপতি মো. খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন আক্তার, যুব নেতা রাশেদুজ্জামান পাটোয়ারী ও মাও. ফয়েজ উল্যাহ্, ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি ইমরান মাজহারী, সাবেক সভাপতি আকতার হোসেন আকনসহ ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।