মতলব উত্তর উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার পাঠান বাজার আবেদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।
এই মাঠে ২০১৩সালে এই পাঠান বাজার আবেদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আমরা ইফতার মাহফিলের আয়োজন করেছিলাম কিন্তু সে সময় ফ্যাসিস্ট হাসিনার ক্যাডার ও পুলিশ দিয়ে আমাদের নেতা কর্মীর উপর লাঠিচার্জ করেছে, ইফতারের খাবার ফেলে দিয়েছে। ইফতার মাহফিল করতে দেয় নাই। আল্লাহ’র কি অশেষ রহমত গত ৫ আগষ্ট হাসিনা ও তার পরিবার সহ ভারতে পালিয়ে গেছে। এখন আপনারা কোথায়? এসে দেখে যান এই মাঠে আজ বিএনপির হাজার হাজার নেতাকর্মী নিয়ে এই মাঠে ইফতার মাহফিল করছি।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামীর নির্বাচন অতীতের যেকোনো নির্বাচনের থেকে অনেক অনেক কঠিন হবে। আগামীর নির্বাচন নিয়ে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম মিয়াজির সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার ও সাদুল্ল্যাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হাসান প্রধানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরু।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, ছেংগারচর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজী, পৌর যুবদলের সাবেক সভাপতি সিরাজ খান, ইউনিয়ন বিএনপি নেতা মো. জামাল সরকার, ফরাজীকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক মহসিন মন্ডল, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, জেলা যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, ছেংগারচর পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী মাজহারুল ইসলাম, উপজেলা তাতীদলের সভাপতি আনোয়ার প্রধান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম হানিফ, সহ ছেংগারচর পৌর বিএনপির, বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ।