নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুর মতলব উত্তরে মেঘনা নদীর অভয়াশ্রমে জাটকা ধরার দায়ে যৌথ অভিযানে আটক ৭জেলের মধ্যে ৪ জেলেকে ৭দিনের কারাদণ্ড, ১জনকে ৫হাজার টাকা জরিমানা এবং ২জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয় ভ্রাম্যমাণ আদালত। এসময় ১০হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও একটি নৌকা জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
বুধবার (১৯ মার্চ) মোহনপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস।
কারা প্রাপ্ত জেলেরা হলেন, নুরুল হক, মফিজুল ইসলাম, নুর হোসেন, কাওছার। জরিমানা করা হয় নুরুল সরকার, অপ্রাপ্তবয়স্ক হাবিবুর রহমান, সাকিব আল হাসান।
এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, কোস্টগার্ডের সিসি/পিও মোজাম্মদ কবির, মোহনপুর নৌ পুলিশের উপ পুলিশ পরিদর্শক মো. আনোয়ার হোসেন প্রমুখ।